ভোটের দিন ১০ এজেন্ট চান হিরো আলম

ভোটের দিন ১০ এজেন্ট চান হিরো আলম

অনলাইন ডেস্ক

বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম উপজেলা) ও বগুড়া-৬ (সদর উপজেলা) আসনে উপনির্বাচনে ভোটগ্রহণের দিনে বিশৃঙ্খলার আশঙ্কা করছেন স্বতন্ত্র প্রার্থী আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম। এছাড়াও ভোটারদের মাঝে ব্যাপক আতঙ্ক বিরাজ করছে বলে দাবি করেছেন তিনি।

আগামীকাল বুধবার (১ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে এই ভোট গ্রহণ শুরু হবে। চলবে বিকেল ৪টা পর্যন্ত।

তবে ভোটারদের মধ্যে আতঙ্ক বিরাজ করায় কিছুটা চিন্তায় রয়েছেন হিরো আলম।

তিনি বলেন, ভোটগ্রহণের দিন তার সঙ্গে ১০ জন এজেন্ট থাকার অনুমোদন দিতে হবে। এর আগেও অতীতে নির্বাচনে তার ওপর ভোটকেন্দ্রে ব্যাপক হামলা হয়েছিল। তাই এবার সঙ্গে বেশি সংখ্যক এজেন্ট রাখতে চান তিনি।

তার সঙ্গে বেশি মানুষ সঙ্গে কেউ হামলা চালাতে সাহস পাবে না বলে মনে করছেন হিরো আলম। সেই সঙ্গে ভোটারদের মধ্যে সচেতনতা বৃদ্ধি, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের দাবি জানিয়েছেন তিনি।

news24bd.tv/তৌহিদ

এই রকম আরও টপিক