ধুঁকতে থাকা ঢাকা ডমিনেটরসের কাছে হেরে গেল বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসরের অন্যতম ফেবারিট ফরচুন বরিশাল। আজ মঙ্গলবার সিলেটে দিনের প্রথম ম্যাচে বরিশালকে ৫ উইকেটে হারিয়ে টুর্নামেন্টে তৃতীয় জয় তুলে নিয়েছে ঢাকা। ৭ বলে হাতে রেখেই বরিশালের দেওয়া ১৫৭ রানের লক্ষ্য ছুঁয়ে ফেলে নাসির হোসেনের দল।
সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে বরিশালের দেওয়া লক্ষ্য তাড়ায় নেমে ঢাকা পায় দুরন্ত সূচনা।
দলীয় ৭৪ রানে সৌম্য ফেরেন করিম জানাতের শিকার হয়ে। ১০৩ রানে দ্বিতীয় উইকেট হারায় ঢাকা। এবার ফিরে যান মিঠুন। সানজামুল ইসলামের বলে লেগ বিফোরের ফাঁদে পা দেওয়ার আগে ৩৬ বলে ৫৪ রান করেন এই ব্যাটার। এরপর আবদুল্লাহ আল মামুনের ২৬, নাসির হোসেনের ২০ এবং আলেক্স ব্লেকের ১৫ রানের সুবাদে সহজেই জয়ের বন্দরে পৌঁছে যায় ঢাকা।
এর আগে, টস জিতে প্রথমে ব্যাটিং বেছে নিয়েছিল বরিশাল। সাইফ হাসান আর এনামুল হক বিজয় গড়েন ৩৮ বলে ৪২ রানের জুটি। সাইফ ১৯ বল খেলে ১৫ রান করতে পারেন। এরপর দ্রুতই ফিরে যান সাকিব আল হাসান (৫), ইব্রাহিম জাদরান (২) আর ইফতিখার আহমেদ (১০)। এনামুল বিজয় ৩৫ বলে ৫ চার আর ১ ছক্কায় ৪২ করে সাজঘরের পথ ধরলে বিপদেই পড়ে বরিশাল।
সেখান থেকে মাহমুদউল্লাহ ২৭ বলে ৪ চার আর ২ ছক্কার মারে ৩৯ রানের একটি ইনিংস খেলেন। শেষদিকে সালমান ১২ বলে ১৪ আর করিম জানাত মাত্র ৫ বলেই ১ চার আর ২ ছক্কায় করেন ১৭ রান। আমির হামজা ২২ রানে নেন ২টি উইকেট।
news24bd.tv/সাব্বির