মোংলা ইপিজেডে আগুন
মোংলা ইপিজেডে আগুন

মোংলা ইপিজেডে আগুন

নিজস্ব প্রতিবেদক, খুলনা

মোংলা ইপিজেডের আওতাধীন একটি ব্যাগ কারখানায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে মোংলা বন্দর ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট। আজ মঙ্গলবার বেলা সাড়ে তিনটার দিকে এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় এখনো হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

আজ বিকেল পাঁচটা পর্যন্ত আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি বলে জানা গেছে।

এ তথ্য নিশ্চিত করে মোংলা ইপিজেডের নির্বাহী পরিচালক মো. মাহাবুব আহম্মেদ সিদ্দিক বলেন, ইপিজেডে ভিআইপি ব্যাগ নামে একটি প্রতিষ্ঠানের ১ নম্বর কারখানায় হঠাৎ আগুন জ্বলতে দেখা যায়। আগুনের খবর পেয়ে দ্রুত সেখানকার কর্মরত শ্রমিকেরা বেরি‌য়ে আসেন। তবে কীভাবে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, তাৎক্ষণিকভাবে সেটা নিশ্চিত করতে পারেননি তিনি।

এদিকে শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করেছেন মোংলা বন্দর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা মো. আরবেশ আলী। তিনি বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে।  

কারখানার কয়েক লাখ টাকার ক্ষতি হয়েছে জানিয়ে ইপিজেডের ভিআইপি কোম্পানির কর্মকর্তা মো. মিজানুর রহমান বলেন, আগুনের ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ওই কারখানায় কতজন শ্রমিক ছিলেন, তাৎক্ষণিকভাবে সেটা জানাতে পারেননি তিনি।

news24bd.tv/তৌহিদ

এই রকম আরও টপিক