গত কয়েকদিন ধরে চলা সমস্ত গুঞ্জন অবশেষে সত্যি হয়ে এলো। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নতুন হেড কোচ হতে যাচ্ছেন চন্ডিকা হাথুরুসিংহেই। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) একটি সূত্র নিশ্চিত করেছে এ খবর। রাসেল ডমিঙ্গোর জায়গা নিতে আগামী ২০ ফেব্রুয়ারি ঢাকায় আসবেন এই লঙ্কান কোচ।
রাসেল ডমিঙ্গোর বাংলাদেশ অধ্যায় শেষ হওয়ার পর নতুন কোচের খোঁজে নামে বিসিবি। পছন্দের তালিকায় বেশ কজনের নাম থাকলেও, অগ্রাধিকার পেয়েছিলেন হাথুরুসিংহে। বাংলাদেশে আগে কাজ করার অভিজ্ঞতা ছাড়াও তাকে চুক্তির পুরোটা সময় পাওয়া যাবে বলেই বিসিবির প্রথম পছন্দ ছিলেন হাথুরু।
আজ নিউ সাউথ ওয়েলসের সহকারী কোচের পদ থেকে ইস্তফা দেন হাথুরুসিংহে। তখনই অনুমান করা হচ্ছিল, দ্বিতীয় মেয়াদে টাইগারদের দায়িত্ব নিতেই অস্ট্রেলিয়ার রাজ্য দলের দায়িত্ব থেকে অব্যাহতি নেন তিনি। এরপর বিসিবির ঘনিষ্ঠ একটি সূত্র নিউজ টোয়েন্টিফোরকে এ খবরের সত্যতা নিশ্চিত করেন।
আরও পড়ুন: বাংলাদেশের দায়িত্ব নিতেই নিউ সাউথ ওয়েলসের চাকরি ছাড়লেন হাথুরু
মজার ব্যাপার হলো, হাথুরু প্রথমবার বাংলাদেশের কোচ হয়েছিলেন ওই নিউ সাউথ ওয়েলসের সহকারী কোচের দায়িত্ব ছেড়েই। সেবার ২০১৪ সালে বাংলাদেশের প্রধান কোচ হয়ে আসেন হাথুরুসিংহে। স্থলাভিষিক্ত হন শেন জার্গেনসনের। প্রথম মেয়াদে তিন বছর মাশরাফি-সাকিব-তামিমদের কোচিং করান এই লঙ্কান। তবে তার বিদায়টা ছিল বেশ অপ্রীতিকর। ২০১৭ সালে বাংলাদেশ দলের দক্ষিণ আফ্রিকা সফর শেষে তিনি আর ঢাকায় ফেরেননি। পদত্যাগপত্র পাঠিয়ে দেন বিসিবিকে। পরে জানা যায়, নিজ দেশ শ্রীলঙ্কা জাতীয় দলের কোচের দায়িত্ব নিতে পদত্যাগ করেন হাথুরুসিঙ্গে।
আরও পড়ুন: হাথুরুসিংহে এলে ভালো হবে, বলছেন সুজন
তবে শুধু শ্রীলঙ্কার দায়িত্ব নয়, টাইগার ক্রিকেটারদের সঙ্গে মনমালিন্য ছিল সেই দফায় হাথুরুর বাংলাদেশ ছাড়ার অন্যতম বড় কারণ। কড়া হেড মাস্টার হিসেবে খ্যাতি পাওয়া এই কোচ অবশ্য নিজ দেশেও বেশিদিন টিকতে পারেননি। লঙ্কানদের দায়িত্ব নেওয়ার কিছুদিনের মধ্যেই তার মোটা অংকের বেতন নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেন দেশের ক্রীড়ামন্ত্রী। বোর্ডের কর্মকর্তা ও খেলোয়াড়দের সঙ্গে বিবাদ লেগেই ছিল। শেষ পর্যন্ত অনেক নাটকের পর তাকে বরখাস্ত করে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি)।
আরও পড়ুন: টাইগারদের হেড কোচ হওয়ার দৌড়ে হাথুরুসিংহে
হাথুরুসিংহের বাংলাদেশের কোচ হিসেবে প্রথম অধ্যায় বিতর্কিত হলেও, তার হাত ধরেই অনেক সাফল্য পায় টাইগাররা। তার অধীনেই ২০১৫ সালে পাকিস্তান, ভারত ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঘরের মাঠে টানা তিন ওয়ানডে সিরিজ জেতে মাশরাফি বিন মর্তুজার নেতৃত্বাধীন বাংলাদেশ দল। সে বছরই বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ওঠা ছাড়াও ২০১৭ চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনালে খেলেছিল বাংলাদেশ তার অধীনে।
হাথুরুসিংহের সময় টেস্ট ক্রিকেটেও বলার মতো কিছু সাফল্য পেয়েছে বাংলাদেশ। মিরপুরে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয় এবং কলম্বোয় বাংলাদেশের শততম টেস্টে শ্রীলঙ্কাকে হারিয়েছিল।
news24bd.tv/সাব্বির