তিন ফরম্যাটের দায়িত্বই হাথুরুসিংহের কাঁধে, আসছেন সহকারী কোচও
তিন ফরম্যাটের দায়িত্বই হাথুরুসিংহের কাঁধে, আসছেন সহকারী কোচও

সংগৃহীত ছবি

তিন ফরম্যাটের দায়িত্বই হাথুরুসিংহের কাঁধে, আসছেন সহকারী কোচও

অনলাইন ডেস্ক

টি২০ দলের টেকনিক্যাল কনসালটেন্ট হিসেবে কাজ চালিয়ে যাবেন শ্রীধরন শ্রীরাম, এতদিন ধরে এমন কথাই শোনা যাচ্ছিল। তবে শ্রীরাম আর বাংলাদেশে আসছেন না। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন নিশ্চিত করেছেন, তিন ফরম্যাটেই বাংলাদেশ দলের নতুন হেড কোচ হচ্ছেন চন্ডিকা হাথুরুসিংহে।

হাথুরুসিংহে নিউ সাউথ ওয়েলসের সহকারী কোচের পদ ছাড়ার পরই ধারণা করা হচ্ছিল, বাংলাদেশের দায়িত্ব নিতে এই চাকরি ছেড়েছেন তিনি।

দুপুরে সেই খবর বেরোবার কয়েকঘণ্টা পর নিউজ টোয়েন্টিফোরকে বিসিবির একটি সূত্র নিশ্চিত করে, হাথুরুসিংহেই হচ্ছেন জাতীয় দলের পরবর্তী হেড কোচ। দুই বছরের চুক্তি হবে হাথুরুর সঙ্গে।

বিকেল গড়িয়ে সন্ধ্যা হতেই বিসিবি সভাপতি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেন, হাথুরুসিংহেই আবার কোচ হয়ে ফিরছেন বাংলাদেশে। তবে কোনো নির্দিষ্ট ফরম্যাটে নয়, তিন ফরম্যাটেই দলের প্রধান কোচ হিসেবে কাজ করবেন এই লঙ্কান।

নিজ বাসভবনে নতুন কোচ নিয়োগের ব্যাপারে পাপন বলেন, ‘আমরা হাথুরুকে তিন ফরম্যাটের কোচ হিসেবে নিয়োগ দিয়েছি। অন্তত দুই বছর সে জাতীয় দলের সঙ্গে কাজ করবে। ’

হাথুরুসিংহের সহকারী কোচও আনবে বিসিবি। পাপন জানিয়েছেন, সহকারী কোচ হিসেবে পাঁচজনের সঙ্গে আলোচনা চলছে বোর্ডের। পাপন বলেন, ‘আমরা একজন সহকারী কোচও নিয়োগ দেব। এই তালিকায় পাঁচজন আছে। এর মধ্যে উপমহাদেশ থেকে আছেন তিনজন। তারা ২৫ তারিখের মধ্যে দেশে এসে সাক্ষাৎকার দেবেন। ’

এদিকে, পাপনের ঘোষণার পর বিসিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে হাথুরুসিংহের দায়িত্ব নেওয়ার কথা জানায়। ওই বিজ্ঞপ্তিতে বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন বলেছেন, ‘বাংলাদেশের ক্রিকেট সম্পর্কে চান্ডিকার অভিজ্ঞতা ও জ্ঞান আমাদের জন্য বাড়তি পাওয়া। এটা ক্রিকেটারদেরও লাভবান করবে। সে প্রমাণিত টেকটিশিয়ান, আমরা তার প্রথম মেয়াদে দলে ইম্প্যাক্ট দেখেছি। ’

দ্বিতীয় মেয়াদে বাংলাদেশের কোচ হওয়া নিয়ে হাথুরুসিংহে বলেছেন, ‘আবারও বাংলাদেশের কোচের দায়িত্ব পাওয়া আমার জন্য সম্মানের। যখন বাংলাদেশে থেকেছি, আমি এখানকার মানুষের আন্তরিকতা ও সংস্কৃতি পছন্দ করেছি। আমি ক্রিকেটারদের সঙ্গে কাজ করা ও তাদের সাফল্য উপভোগ করতে চাই। ’

news24bd.tv/সাব্বির