মঙ্গলের বুকে ভালুকের মুখ, তাকিয়ে আছে ক্যামেরার দিকে!

সংগৃহীত ছবি

মঙ্গলের বুকে ভালুকের মুখ, তাকিয়ে আছে ক্যামেরার দিকে!

অনলাইন ডেস্ক

গেল ডিসেম্বরে মঙ্গলের ভূপৃষ্ঠে নাসার ক্যামেরায় ধরা পড়েছে অদ্ভুত এক ছবি। ছবিতে একটি ভালুকের মুখের অবয়ব ধরা পড়েছে। যেন একটি ভালুকের মুখ সরাসরি তাকিয়ে আছে ক্যামেরার দিকে।

২০০৬ সাল থেকে মঙ্গলের ভূপৃষ্ঠ ও নভোমণ্ডল পর্যবেক্ষণ করছে মার্স রিকনোসেন্স অরবিটার।

নভোযানটিতে যুক্ত হাই রেজল্যুশন ইমেজিং এক্সপেরিমেন্ট (সংক্ষেপে ‘হাইরাইজ’) ক্যামেরায় তোলা ছবিই পেয়ে থাকে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা।

তবে এটা জীবন্ত ভালুক নয়। কিছুটা বৃত্তাকার ফাটল মাথার আকৃতি দিয়েছে। ষোলকলা পূর্ণ করেছে মাঝের দুটি গর্ত, দিয়েছে চোখের অবয়ব।

আর চোখের নিচে ইংরেজি ‘ভি’ আকৃতির কাঠামোটিকে ভালুকের নাক বলে বিভ্রম হয়।

হতে পারে, লাভা কিংবা মাটিচাপা পড়ে আগ্নেয়গিরির প্রাচীন জ্বালামুখ বৃত্তাকার ফাটলের আকৃতি পেয়েছে। আর নাকের আকৃতি তৈরি হয়েছে লাভা কিংবা কাদার নালা শুকিয়ে।

যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব অ্যারিজোনা ২৫ জানুয়ারি ছবিটি প্রকাশ করেছে। মার্কিন নভোযান তৈরির প্রতিষ্ঠান বল অ্যারোস্পেসের সঙ্গে যৌথ উদ্যোগে হাইরাইজ ক্যামেরা তৈরি করেছে বিশ্ববিদ্যালয়টি।

গেল অক্টোবরে নাসা আরেকটি ‘মহাজাগতিক মুখাবয়ব’ প্রকাশ করে। দুটি কালো দাগের কারণে নাসা স্পেস অবজারভেটরির তোলা সে ছবি দেখে মনে হয় যেন সূর্য হাসছে। আবার গত বছর মার্চে মঙ্গলপৃষ্ঠে পাথরের বিন্যাসে ফুলের আকৃতির ছবি পাঠিয়েছিল কিউরিওসিটি রোভার।

প্রতি ১১২ মিনিটে মঙ্গলের চারপাশে চক্কর দিচ্ছে মার্স রিকনোসেন্স অরবিটার। দক্ষিণ মেরুর ওপর দিয়ে ঘণ্টায় প্রায় ১৬০ মাইল এবং উত্তর মেরুর ওপর দিয়ে ২০০ মাইল বেগে ছুটছে সেটি। মঙ্গলপৃষ্ঠে অন্তত এক মিটারের যেকোনো কাঠামোর নিখুঁত ছবি তুলতে পারে অরবিটারে যুক্ত হাইরাইজ ক্যামেরা।

news24bd.tv/আজিজ