পাঁচ ঘণ্টায়ও নেভেনি মোংলার আগুন, নিয়ন্ত্রণে ১১ ইউনিট

পাঁচ ঘণ্টায়ও নেভেনি মোংলার আগুন, নিয়ন্ত্রণে ১১ ইউনিট

শেখ আহসানুল করিম, বাগেরহাট

বাগেরহাটের মোংলা ইপিজেডে ভারতীয় শিল্প প্রতিষ্ঠান ভিআইপি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার দুপুর সাড়ে তিনটায় লাগা আগুন রাত সাড়ে আটটায়ও নিয়ন্ত্রণে আসেনি। অগ্নিকাণ্ডের ঘটনায় কোনো হতাহতে খবর পাওয়া যায়নি। তবে, আগুন অন্য কোনো কারখানায় ছড়িয়ে পড়েনি।

রাত সাড়ে ৭টায় ভিআইপি কারখানায় সামনে প্রেস ব্রিফিংএ ফায়ার সার্ভিসের খুলনা বিভাগীয় উপ পরিচালক মো. মামুন মাহমুদ বলেছেন, কারখানাটিতে পেট্রোলিয়ামসহ দাহ্য পদার্থ থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার ফাইটারদের বেগ পেতে হচ্ছে। আগুন নিয়ন্ত্রণে আনতে এখনও ২ থেকে ৩ ঘণ্টা সময় লাগবে। আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট। অগ্নিকাণ্ডের সময় আতঙ্কিত হয়ে পড়া সব শ্রমিক করখানা থেকে বেরিয়ে আসতে পেরেছে বলে জানিয়েছে মোংলা ইপিজেড কর্তৃপক্ষ।

মোংলা ইপিজেডের নির্বাহী পরিচালক মো মাহাবুব আহম্মেদ সিদ্দিক বলেন, ইপিজেডে ভারতীয় শিল্প প্রতিষ্ঠান ভিআইপি কারখানার ১ নম্বর কারখানায় বিকেল সাড়ে তিনটার দিকে হঠাৎ করেই আগুন লাগে। এ কারখানায় কোম্পানিটির ফ্রেব্রিক্স ছিল। তবে অগ্নিকাণ্ডের সময় দ্রুত সেখানকার কর্মরত সব শ্রমিক বেরিয়ে আসতে পেরেছে।

তবে অগ্নিকাণ্ডের কারণ জানাতে না পারলেও এ ঘটনায় ইপিজেডের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হবে বলে জানান তিনি।

ইপিজেডের ভিআইপি কোম্পানির কর্মকর্তা মিজানুর রহমান জানান, আগুনের ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাইনি। তবে তাদের কয়েক লাখ টাকার ক্ষতি হয়েছে। আগুন লাগার সময় কারখানাটিতে কতজন শ্রমিক কর্মকর্তা ছিলেন সেটি নিশ্চিতভাবে জানাতে পারেননি তিনি।

স্থানীয় সংবাদকর্মীরা জানিয়েছেন, আগুন লাগার সময় কারখানাটির দোতালায় ঝালাইয়ের (ওয়েল্ডিং) কাজ চলছিল। এসময় আগুনের ফুলকি এসে ফোমের ওপর পড়ে। সঙ্গে সঙ্গে কক্ষটি ধোঁয়ায় আচ্ছন্ন হয় এবং আগুন লেগে চারদিকে ছড়িয়ে পড়ে।

তবে, এ বক্তব্য নির্ভরযোগ্য কোনো সূত্র থেকে যাচাই করা সম্ভব হয়নি।

মোংলা বন্দর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা মো. আরবেশ আলী বলেন, দুপুর সাড়ে ৩টায় অগ্নিকাণ্ডের খবর শুনে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিস। রাত সাড়ে ৮টায়ও মোংলা, মোংলা ইপিজেড, নৌবাহিনী, বাগেরহাট, রামপাল, ফকিরহাট ও খুলনা ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

এখনও আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। আগুন নিয়ন্ত্রণে কাজ চলছে। প্রাথমিকভাবে শর্ট সার্কিটের মাধ্যমে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে জানান তিনি।

news24bd.tv/তৌহিদ