ইরানে প্রকাশ্যে নেচে ভাইরাল যুগলকে ১০ বছরের কারাদণ্ড  
ইরানে প্রকাশ্যে নেচে ভাইরাল যুগলকে ১০ বছরের কারাদণ্ড  

সংগৃহীত ছবি

ইরানে প্রকাশ্যে নেচে ভাইরাল যুগলকে ১০ বছরের কারাদণ্ড  

অনলাইন ডেস্ক

রাজধানী তেহরানে প্রকাশ্যে নেচে ভাইরাল যুগলকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন ইরানের আদালত। দণ্ড পাওয়া যুগল হলেন আমির মোহাম্মদ আহমাদি (২২) ও তাঁর বাগদত্তা আসতিয়াজ হাকিকি (২১)।

বিবিসির এক প্রতিবেদনে জানা যায়, তেহরানের আজাদি টাওয়ারের সামনে জনসমক্ষে নাচেন আহমাদি ও হাকিকি। পরে সেই নাচের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেন এই যুগল।

এরপর ভাইরাল হয় ভিডিওটি। এরই জেরে গ্রেপ্তার করা হয় তাঁদের। এবার এই যুগলকে সাড়ে ১০ বছরের কারাদণ্ড দিলেন দেশটির একটি আদালত।

দুর্নীতি, পতিতাবৃত্তিতে উৎসাহ দেওয়া এবং জাতীয় নিরাপত্তা বিঘ্নিত করতে ষড়যন্ত্র ও সরকারের বিরুদ্ধে নেতিবাচক প্রচারণার অভিযোগ আনা হয়েছে আহমাদি ও হাকিকির বিরুদ্ধে।

এর জন্য তাঁদের মোট ১০ বছর কারাভোগ করতে হবে। একই সঙ্গে দুই বছর তাঁরা সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করতে পারবেন না। এমনকি দেশ ছেড়ে কোথাও যেতে পারবেন না।

গত বছরের ১৬ সেপ্টেম্বর নৈতিকতা পুলিশের হেফাজতে মাহসা আমিনি নামের এক তরুণীর মৃত্যুর পর ইরানের বিভিন্ন স্থানে বিক্ষোভ শুরু হয়। এরপর বিক্ষোভ ছড়িয়ে পড়ে দেশজুড়ে। বিক্ষোভ দমাতে কঠোর অবস্থান নেয় ইরান সরকার। বিক্ষোভে হতাহতের পাশাপাশি গ্রেপ্তার হন হাজারের বেশি মানুষ। মৃত্যুদণ্ডসহ বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে অনেক বিক্ষোভকারীকে।

ইরানে এখনো অস্থিরতা বিরাজমান। তবে আহমাদি ও হাকিকির নাচের ভিডিওর সঙ্গে চলমান বিক্ষোভের কোনো যোগসূত্র নেই বলে জানা গেছে। তবু তাঁদের বিরুদ্ধে জাতীয় নিরাপত্তা বিঘ্নিত করা ও সরকারের বিরুদ্ধে নেতিবাচক প্রচারণার মতো অভিযোগ আনা হয়েছে।  

news24bd.tv/ইস্রাফিল