ইন্ডাস্ট্রিতে এক যুগেরও বেশি পার করে ফেলেছেন রাইমা সেন। সফল এই অভিনেত্রী কাজের পাশাপাশি আলোচনায় থাকেন ব্যক্তিগত জীবন নিয়েও। একদিকে মহানায়িকা সুচিত্রা সেনের নাতনি তিনি। অন্যদিকে আবার রাজ পরিবারের মেয়ে তিনি।
কেমন পাত্র চাই তাঁর? উত্তরে জানালেন, পাত্র চাই এমন যে ভালো মানুষ হওয়ার পাশাপাশি, যাঁর ব্যাঙ্কে টাকাও থাকবে।
নিজের বিয়ে প্রসঙ্গে রাইমা বলেন, 'আমি তো চাই বিয়ে করতে। পাত্র খুঁজে দিলেই বিয়ে করব। '
তিনি আরও বলেন, 'ভালো মানুষ চাই। আমার এমন এক জন মানুষ চাই যে আমার জীবনধারার সঙ্গে মিশে যেতে পারবে, সঙ্গে একটু রসবোধ থাকবে। আর ব্যাঙ্কে টাকা থাকা তো জরুরি। ওটা না থাকলে তো চলবে না। যদিও আমি যে আংটিটা পরে থাকি তা দেখে অনেকেই ভাবেন আমি হয়তো এনগেজড, কিন্তু আমি সিঙ্গেল সবাইকে বলতে চাই। '
হিন্দি এবং বাংলা দুই ইন্ডাস্ট্রিতেই সমান তালে কাজ চালিয়ে যাচ্ছেন তিনি। রাইমার কথায়, 'আমি একটু বেছে কাজ করি তাই আমায় অনেকে আনপ্রেডিক্টেবল ভাবে। কিন্তু আমি ভালো কাজ করার পক্ষপাতী। তাই তো অনেক দিন পর রক্তকরবী-তে কাজ করলাম।
তিনি জানান, মুম্বাইয়ে বেশ কিছু ছবির কাজ করছেন। বাংলা সিরিজ়ের পাশাপাশি তার অভিনীত তামিল ছবিও এখন মুক্তির অপেক্ষায়।
সূত্র: আনন্দবাজার পত্রিকা।
news24bd.tv/রিমু