১৫ বিশিষ্টজন পেলেন একুশে পদক

১৫ বিশিষ্টজন পেলেন একুশে পদক

অনলাইন ডেস্ক

১৫ জন কবি, সাহিত্যিক ও গবেষক পেলেন বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২২। তাদের হাতে পুরস্কার তুলে দেন  প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার (১ ফেব্রুয়ারি) অমর একুশে গ্রন্থমেলার উদ্বোধনী অনুষ্ঠানে এই পুরস্কার গ্রহণ করেন তারা। পুরস্কার হিসেবে দুই লাখ টাকার চেক, একটি করে সম্মাননা পত্র ও সম্মাননা পদক দেওয়া হয়।

এবার যাদের হাতে একুশে পদক উঠেছে তারা হলেন- কবিতায় ফারুক মাহমুদ ও তারিক সুজাত, কথাসাহিত্যে তাপস মজুমদার ও পারভেজ হোসেন, প্রবন্ধ বা গবেষণায় মাসুদুজ্জামান, অনুবাদে আলম খোরশেদ, নাটকে মিলন কান্তি দে ও ফরিদ আহমদ দুলাল, শিশুসাহিত্যে ধ্রুব এষ, মুক্তিযুদ্ধভিত্তিক গবেষণায় মুহাম্মদ শামসুল হক, বঙ্গবন্ধুবিষয়ক গবেষণায় সুভাষ সিংহ রায়, বিজ্ঞান বা কল্পবিজ্ঞান বা পরিবেশ বিজ্ঞানে মোকারম হোসেন, আত্মজীবনী বা স্মৃতিকথা বা ভ্রমণকাহিনিতে ইকতিয়ার চৌধুরী, ফোকলোরে আবদুল খালেক ও মুহম্মদ আবদুল জলিল।

‘বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার কমিটি ২০২২’ এর সদস্যদের অনুমতি এবং বাংলা একাডেমির নির্বাহী পরিষদের অনুমোদনক্রমে এই পুরস্কার দেওয়া হয়েছে বলে ২৫ জানুয়ারি একাডেমির এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।