লিটনকে নিয়ে যে সুসংবাদ দিলো কুমিল্লা

সংগৃহীত ছবি

লিটনকে নিয়ে যে সুসংবাদ দিলো কুমিল্লা

অনলাইন ডেস্ক

গতকাল মঙ্গলবার (৩১ জানুয়ারি) খুলনা টাইগার্সের বিপক্ষে ব্যাটিং করার সময় চোটে পড়েন কুমিল্লা ভিক্টোরিয়ানস ওপেনার লিটন দাস। ২১১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে প্রথম বলে চার হাঁকানোর পরের বলেই খুলনার পেসার শফিকুল ইসলামের করা বল লিটনের হাতে এসে আঘাত হানে। এরপর মাঠে খানিকক্ষণ তাকে সেবা দেওয়া হয়। তবে অবস্থা বেগতিক দেখে পরবর্তীতে মাঠ ছাড়েন তারকা এই ওপেনার।

লিটনের এভাবে মাঠ ছাড়ার পর দর্শক থেকে শুরু করে সকলের মনে বড় ইনজুরির শঙ্কা উঁকি দিচ্ছিল। তবে সেসব শঙ্কা দূর করে সুসংবাদ দিলো কুমিল্লা। আজ বুধবার (১ ফেব্রুয়ারি) কুমিল্লা ভিক্টোরিয়ান্স লিটন দাসের চোটের বিষয়ে সর্বশেষ তথ্য জানায়। দলটির ফিজিও এসএম জাহিদুল ইসলাম বলেন, ‘লিটন সুস্থ রয়েছেন।

আমরা ভালো করে তার আঘাত স্থান পরীক্ষা করেছি। সেখানে ভারী চোট লাগেনি। আশা করছি, পরের ম্যাচেই লিটন খেলতে পারবেন। ’

এর আগে গতকাল ম্যাচের পর কুমিল্লা অধিনায়ক ইমরুল কায়েসও শুনিয়েছিলেন আশা কথা। তিনি বলেন, ‘লিটনের স্ক্যান করানো হয়েছিল। হাতে কোনো ফ্র্যাকচার নেই। তবে ব্যথা আছে। আমাদের মধ্যে দুই-তিন দিন বিরতি আছে। আশা করি এর মধ্যেই ঠিক হয়ে যাবে সে। ’

বিপিএলে কুমিল্লার পরের ম্যাচ আগামী শনিবার (০৪ ফ্রেরুয়ারি)। এদিন মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দুপুর ১টা ৩০ মিনিটে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে টানা সপ্তম জয়ের লক্ষ্যে নামবে কুমিল্লা।

news24bd.tv/সাব্বির