পুকুর খুঁড়তে গিয়ে মিলল ৩৫ কোটি টাকার নারায়ণ মূর্তি

পুকুর খুঁড়তে গিয়ে মিলল ৩৫ কোটি টাকার নারায়ণ মূর্তি

অনলাইন ডেস্ক

পুকুর খননের সময় পাওয়া গেলো কষ্টি পাথরের একটি নারায়ণ মূর্তি। নওগাঁর ধামইরহাটে এ ঘটনা ঘটেছে। মূর্তিটির আনুমানিক মূল্য প্রায় ৩৫ কোটি টাকা।

মঙ্গলবার (৩১ জানুয়ারি) রাত সাড়ে ১২টার দিকে উপজেলার কুলফৎপুর নামক এলাকা থেকে মূর্তিটি উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেন ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক কাজী।

মোজাম্মেল হক জানান, উপজেলার উমার ইউনিয়নের অন্তর্গত কুলফৎপুর এলাকার মৃত রহিম মণ্ডলের ছেলে মো. জাহেদুল ইসলাম হেলাল একটি পুকুর খননের কাজ করছিল। খননের একপর্যায়ে ওই পুকুরে মধ্যে মূর্তিটি দেখা গেলে তাৎক্ষণিক থানা পুলিশে অবগত করা হয়। পরে খবর পেয়ে পুকুর থেকে মূর্তিটি উদ্ধার করে থানা হেফাজতে নেওয়া হয়।

আদালতের মাধ্যমে প্রত্নতত্ত্ব বিভাগের নিকট হস্তান্তর করা হবে।