চলতি বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) সিলেট স্ট্রাইকার্সের হয়ে আসরের বাকি অংশে খেলতে ঢাকায় পা রেখেছেন আফগানিস্তানের সাবেক অধিনায়ক গুলবাদিন নাইব এবং পাকিস্তানের মোহাম্মদ ইরফান। পাকিস্তানি পেসার ইরফানকে আসরের মাঝামাঝি সময়ে সরাসরি চুক্তিতে দলে ভেড়ালেও প্লেয়ার্স ড্রাফট থেকে আফগান অলরাউন্ডার গুলবাদিন নাইবকে আগেই দলে যুক্ত করেছিল সিলেট।
আন্তর্জাতিক সূচির ব্যস্ততা না থাকায় বিপিএলের বাকি অংশ খেলতে সিলেটে যোগ দিয়েছেন গুলবাদিন নাইব। ইরফানের সঙ্গে গুলবাদিনের একটি ছবি পোস্ট করে সিলেট স্ট্রাইকার্স লিখেছে, ‘পাকিস্তানি পেসার মোহাম্মদ ইরফান এবং আফগান অলরাউন্ডার যোগ দিয়েছেন স্ট্রাইকার্স শিবিরে।
পাকিস্তান সুপার লিগ (পিএসএল) খেলতে সিলেট পর্ব শেষেই বাংলাদেশ ছেড়েছেন স্ট্রাইকার্সের দুই পাকিস্তানি ক্রিকেটার মোহাম্মদ আমির ও ইমাদ ওয়াসিম। তাদের বিকল্প হিসেবেই মাঠে দেখা যাবে গুলবাদিন-ইরফানকে।
বিপিএলের এবারের আসরে দারুণ ফর্মে আছে সিলেট।
news24bd.tv/সাব্বির