১২ বছর পর ফুটলো যে ফুল

কেরালার মুন্নারে ফুটেছে নীলকুরিঞ্জি ফুল

১২ বছর পর ফুটলো যে ফুল

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

ভারতের কেরালাবাসীর কাছে এই বছরটা খুব উল্লেখযোগ্য ছিল। বলা যায়, এই বছরটার জন্যই অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন রাজ্যবাসী।  

কিন্তু আগস্টের ভয়াবহ বন্যা পুরো পরিস্থিতিই বদলে দিয়েছে। আশা বদলে যায় হতাশায়।

বানের জেলে ভেসে যায় সবকিছু। বাড়ি-ঘর, সম্পদ তলিয়ে গেছে। তবে সব হারিয়েও নতুন করে বাঁচার স্বপ্ন বুনছে কেরালাবাসী।

বন্যা তাদের জীবনে যন্ত্রণা বয়ে আনলেও তাদের মুখে হাসি ফোটাচ্ছে একটি ফুল,যার জন্য কেরালা অধীর আগ্রহে অপেক্ষা করছিল।

দীর্ঘ ১২ বছর পরে আবারও কেরালার কাননদেবন পাহাড়ে ফুটতে শুরু করেছে নীলকুরিঞ্জি ফুল। এই ফুল দেখতে দেশ-বিদেশ থেকে পর্যটক ভিড় জমাচ্ছেন কেরালায়। এই ফুলই এখন তাদের আশা-ভরসা। নীলকুরিঞ্জিকে ঘিরেই তাই ঘুরে দাঁড়াতে চাইছে রাজ্যটি।

মুন্নারের আশেপাশের অঞ্চলে ক্রমশ ফুটতে শুরু করেছে এই ফুল। বৃষ্টি কমে এখন রোদ উঠেছে। পরিষ্কার আকাশ আর স্বল্প বৃষ্টিতেই ডানা মেলতে চাইছে নীলকুরিঞ্জি।

news24bd.tv

মুন্নারের উপকণ্ঠের এরাভিকুলম জাতীয় উদ্যানের মুখ্য ওয়ার্ডেন আর লক্ষ্মী বলেন, ‘বৃষ্টি কমেছে, রোদ উঠেছে। এর ফলে এরাভিকুলম, রাজামালাই এবং কান্থালুর উদ্যানে এই ফুল ফুটতে শুরু করেছে। আবহাওয়া যদি এ রকমই থাকে,তা হলে আগামী ১০ দিনের মধ্যেই পুরো পাহাড় এই ফুলে নীল হয়ে যাবে। ’

সমুদ্রতল থেকে ১৩০০ মিটার ওপরে এই ফুলের দেখা মেলে। মুন্নারের উচ্চতা ১৬০০ মিটার, তাই এখানে এই ফুল দেখা যায় সব থেকে বেশি। নিয়ম করে এক যুগ পর পর ফোটে এই ফুল। শেষ বার এই ফুল ফুটেছিল ২০০৬ সালে। এই ফুলকে ঘিরে অন্তত ২০ লাখ মানুষ মুন্নারে পাড়ি জমান।



সূত্র: ইন্ডিয়া টাইমস, লেটেস্টলি

অরিন▐
NEWS24

সম্পর্কিত খবর