ঠাকুরগাঁওয়ে এখন পর্যন্ত এগিয়ে জাপা প্রার্থী
ঠাকুরগাঁওয়ে এখন পর্যন্ত এগিয়ে জাপা প্রার্থী

ফাইল ছবি

ঠাকুরগাঁওয়ে এখন পর্যন্ত এগিয়ে জাপা প্রার্থী

ঠাকুরগাঁও প্রতিনিধি

ঠাকুরগাঁও ৩ আসনের উপনির্বাচনে ৫০টি কেন্দ্রের পাওয়া ভোটের ফলে এগিয়ে রয়েছেন জাতীয় পার্টির (জাপা) লাঙ্গল প্রতীকের প্রার্থী হাফিজ উদ্দিন আহমেদ। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শেষ হয়।

বুধবার (১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে আটটা থেকে শুরু হওয়া ভোট শেষ হয় বিকেল সাড়ে ৪টায়। এই আসনের ১২৮টি ভোট কেন্দ্রের সবগুলো কেন্দ্রে ইভিএম এর মাধ্যমে ভোট গ্রহণ হয়েছে।

রিটার্নিং কর্মকর্তা জানিয়েছেন, ঠাকুরগাঁও ৩ আসনে মোট ভোটার ছিল ৩ লক্ষ ২৪ হাজার ৭৪১ জন। মোট ভোট পড়েছে শতকরা ৪০ শতাংশ। ভোট গণনা এখন পর্যন্ত চলছে।

news24bd.tv/FA

এই রকম আরও টপিক