টোকাইদের কল্যাণে দোকান

টোকাইদের কল্যাণে দোকান

জাহিদুজ্জামান, কুষ্টিয়া:

টোকাইদের কল্যাণে সমাজে নানা উদ্যোগ চোখে পড়ে। কিন্তু তাদের জন্য টেকসই ভাবে কিছু করতে কুষ্টিয়ায় ব্যতিক্রমী দোকান খোলা হয়েছে। টোকাই সমিতির উদ্যোগে পোশাকের এই দোকানের বিক্রির সব টাকা টোকাই বা পথ শিশুদের লেখাপড়ার পেছনে ব্যয় করা হবে।  

টোকাইদের নিয়ে যারা কাজ করেন তাদের সমন্বয়কারী ব্যবসায়ী আব্দুল্লাহ আল আমিন তিতাসের অর্থায়নে ও উদ্যোগে কুষ্টিয়া হাইস্কুল মার্কেটে এই দোকান নেওয়া হয়েছে।

বুধবার সন্ধ্যায় গার্মেন্টস ফর ইমপ্রুভমেন্ট টোকাই- গিফট নামের দোকানটি উদ্বোধন করেন বঙ্গবন্ধু পরিষদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মতিউর রহমান লাল্টু।  

বক্তব্য রাখেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর শাহজাহান মণ্ডল ও অনেকে। আয়োজনের উদ্যোক্তা আব্দুল্লাহ আল আমিন তিতাস এই উদ্বোধন শেষে ৬ জন পথশিশুর পড়ালেখার ভার নেন। তিনি সবাইকে এই দোকান থেকে সুলভ মূল্যে পণ্য কেনার আহ্বান জানান।

বলেন যতো বেশি লাভ হবে ততো বেশি কল্যাণ হবে টোকাইদের।