মেসি নৈপুণ্যে জিতেই পয়েন্ট টেবিলের শীর্ষে পিএসজি

মেসি নৈপুণ্যে জিতেই পয়েন্ট টেবিলের শীর্ষে পিএসজি

অনলাইন ডেস্ক

দুই ম্যাচ পর লিওনেল মেসির ম্যাজিকে জয়ের দেখা পেল ফরাসি চ্যাম্পিয়ন পিএসজি। মঁপিলিয়েরের বিপক্ষে ৩-১ গোলে জয় পায় ফ্রান্সের এ ক্লাবটি। এই জয়ে ২১ ম্যাচে ৫১ পয়েন্ট নিয়ে শীর্ষে পিএসজি। সমান ম্যাচে ৪৬ পয়েন্ট নিয়ে দুই নম্বরে উঠে এসেছে মার্সেই।

তবে ম্যাচে দুটি দুই দুইবার পেনাল্টি শট মিস করেন কাতার বিশ্বকাপের ৮ গোল করা কিলিয়ান এমবাপ্পে।  

ম্যাচ শুরু হতে না হতেই ডি-বক্সে এমবাপ্পেকে ফাউল করে বসলো মঁপিলিয়েরের ডিফেন্ডার জুলিয়ান। তবে সেই ফাউল থেকে পেনাল্টিটা কাজে লাগাতে পারেননি ফরাসি স্ট্রাইকার এমবাপ্পে। তার পেনাল্টি রুখে দিলে বল আবারো এমবাপ্পের পায়ে চলে যায়।

তবে ফাঁকা জাল পেয়েও গোল করতে পারেননি ২৪ বছর বয়সী এই তারকা। বল পোস্টের উপর দিয়ে চলে যায়।

পরে ইনজুরিতে পরে মাঠ ছাড়েন এমবাপ্পে। তার বদলি হিসেবে নামেন একিটিকে। এর আগে পেশির ইনজুরির কারণে দলে ছিলেন না ব্রাজিলের তারকা খেলোয়াড় নেইমার জুনিয়র।  

ম্যাচের প্রথম হাফে বেশকিছু সুযোগ নষ্ট করেন মেসি-সোলেররা। গোলশূন্য শেষ হয় প্রথমার্ধ। তবে দ্বিতীয়ার্ধের শুরুতেই গোল পেয়ে যায় পিএসজি। ম্যাচের ৫৫তম মিনিটে একিটিকের থ্রু বল পেয়ে সহজে বল জালে জড়ান ফ্যাবিয়ান রুইজ। এরপর ম্যাচের ৭২ মিনিটে সেই রুইজের বল থেকে গোল করেন মেসি।

তবে ৮৯তম মিনিটে আলভারোর কাছ থেকে বল পেয়ে ডি-বক্সের বাইরে থেকে দারুণ এক শটে গোল করে স্কোরলাইন ২-১ করে ফেলেন নুরদিন। কিন্তু যোগ করা সময়ে জায়ার-এমেরির গোলে জয় নিশ্চিত হয় পিএসজির।

news24bd.tv/হারুন