নিজের বই প্রকাশ অনুষ্ঠানে থাকছেন না বুকারজয়ী রুশদি

সংগৃহীত ছবি

নিজের বই প্রকাশ অনুষ্ঠানে থাকছেন না বুকারজয়ী রুশদি

অনলাইন ডেস্ক

সালমান রুশদির নতুন উপন্যাস ‘ভিক্টরি সিটি’ প্রকাশিত হচ্ছে আগামী ৯ ফেব্রুয়ারি। তবে লেখকের ওপর ফের হামলা আশঙ্কায় সেই বইয়ের প্রচার-অনুষ্ঠানে উপস্থিত থাকবেন না তিনি।

রুশদির সাহিত্য প্রতিনিধি অ্যান্ড্রু ওয়াইলি জানান, রুশদি বই প্রকাশের দিনে ওই অনুষ্ঠানে যোগ দেবেন না। তার ওপর হামলার আশঙ্কা রয়েছে।

এই আশঙ্কা থেকে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

উল্লেখ্য, গত পাঁচ দশকের সাহিত্যিক জীবনে হত্যার হুমকি প্রায়ই পেয়েছেন এই লেখক। গত বছরের আগস্টে নিউ ইয়র্কের এক অনুষ্ঠানে রুশদির উপর হামলা হয়। মঞ্চের উপরেই ছুরি নিয়ে হামলা করেছিল এক যুবক।

রুশদির মুখে, গলায়, বুকে ও পেটে উপর্যুপরি ছুরি মারা হয়। গুরুতর জখম অবস্থায় ৭৫ বছর বয়সী লেখককে হাসপাতালে ভর্তি করা হয়। সেই জখম সেরে গেলেও তার একটি চোখ নষ্ট হয়ে যায়।

news24bd.tv/FA