শুদ্ধ বাংলায় বাংলাদেশকে অভিনন্দন জানালেন জাইকা প্রধান

শুদ্ধ বাংলায় বাংলাদেশকে অভিনন্দন জানালেন জাইকা প্রধান

অনলাইন প্রতিবেদক

চমৎকার শুদ্ধ বাংলায় পাতাল রেলের উদ্বোধনের দিনে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানালেন জাপান ইন্টারন্যাশনাল কো অপারেশন এজেন্সি -জাইকা এর বাংলাদেশ কার্যালয়ের প্রতিনিধি ইচিগুচি তমোহিদে।

শুভ সকাল জানিয়ে তমোহিদে বলেন, 'আজকের এই অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে আমি আনন্দিত। আজ বাংলাদেশের জন্য একটা আনন্দের দিন। আজ মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক উদ্বোধনের মধ্য দিয়ে বাংলাদেশ পাতাল রেলের যুগে প্রবেশ করলো।

এতে বাংলাদেশ আরও এক ধাপ এগিয়ে গেলো। '

তিনি বলেন, 'পাতাল রেলের এমআরটি লাইন ১ এর উদ্বোধনের মাধ্যমে বাংলাদেশ ইতিহাস গড়লো। যেটা বাংলাদেশ-জাপান মধ্যকার বন্ধুত্বে আরও একধাপ এগিয়ে গেলো। এ জন্য জাইকার পক্ষ থেকে বাংলাদেশকে অভিনন্দন জানাচ্ছি।

'

বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) রূপগঞ্জের পূর্বাচল সেক্টর-৪ এ দেশের প্রথম পাতাল মেট্রোরেলে উদ্বোধনী অনুষ্ঠানে এসব বলেন তমোহিদে। এর আগে দেশের প্রথম পাতাল রেলের নির্মাণকাজ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

news24bd.tv/FA

এই রকম আরও টপিক