এবার পাকিস্তানে যোগ হল নতুন আরেক কোচ

এশিয়া কাপের আগেই নতুন আরেক কোচ নিয়োগ দিল পাকিস্তান

এবার পাকিস্তানে যোগ হল নতুন আরেক কোচ

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

আগামী ১৫ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতে শুরু হচ্ছে এশিয়া কাপ। এতে ভালো করতেই পাকিস্তান নিযোগ দিল আরেক নতুন কোচ।   ফিল্ডিং আরও ভাল করতে কোচ নিয়োগ দিল পাক বোর্ড। সরফরাজদের ফিল্ডিং শেখানোর ভার অর্পণ করেছে গ্রান্ট ব্র্যাডবার্নের ঘাড়ে।

তিনি নিউজিল্যান্ডের সাবেক ক্রিকেটার। স্কটল্যান্ডের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করার অভিজ্ঞতা আছে।

চুক্তি অনুযায়ী ২০২১ সাল পর্যন্ত পাকিস্তানের সঙ্গে কাজ করবেন ব্র্যাডবার্ন। তিনি এশিয়া কাপের আগেই দলের সঙ্গে যোগ দেবেন ।

কাজ করবেন কোচ মিকি আর্থার ও শোয়েব মালিকদের সঙ্গে। তাদের উচ্চ মানসম্পন্ন কোচিং স্টাফের সঙ্গে কাজ করতে মরিয়া তিনি।

গেল চার বছর স্কটল্যান্ডের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন ব্র্যাডবার্ন। এবার পাকিস্তানের ফিল্ডিং কোচ হিসেবে কাজ করতে যাচ্ছেন। একটু ভিন্ন অভিজ্ঞতার স্বাদ পেতে যাচ্ছেন। তিনি বলেন, স্কটল্যান্ডের বিপক্ষে পাকিস্তান ক্রিকেটারদের অনেক উন্নতি লক্ষ্য করেছি। আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা তাদের সঙ্গে শেয়ার করার জন্য মুখিয়ে আছি। বিগত কয়েক বছর ধরেই তারা দারুণ ক্রিকেট খেলছে।

স্কটল্যান্ডের দায়িত্ব ছাড়লেও স্কটিশদের নিয়ে ভীষণ আশাবাদী ৫২ বছর বয়সী কোচ, সাম্প্রতিক সময়ে দুর্দান্ত খেলেছে স্কটল্যান্ড। একাধিক সাফল্য পেয়েছে। তাদের এ পারফরম্যান্সে অবাক হওয়ার কিছু নেই। দ্রুতই আইসিসির পূর্ণাঙ্গ সদস্যপদ পাবে তারা।


NEWS24▐ কামরুল

সম্পর্কিত খবর