উপনির্বাচনে তুলনামূলক ভালো ভোটার ছিলো: তথ্যমন্ত্রী

ফাইল ছবি

উপনির্বাচনে তুলনামূলক ভালো ভোটার ছিলো: তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

যেহেতু এক বছরের কম সময়ের জন্য নির্বাচন হয়েছে, সেক্ষেত্রে গতকালের ৬টি উপনির্বাচনে ভোটার উপস্থিতি ভালোই ছিল বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ।

বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) সকালে সচিবালয়ে তথ্য অধিদপ্তরে সরকারের উন্নয়ন কাজের ৪৫টি ফিচারের সঙ্কলন গ্রন্থ 'উন্নয়নের নবদিগন্ত'র মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। তথ্যমন্ত্রী জানান, আমেরিকা, ভারতসহ প্রায় সবদেশেই উপ নির্বাচনে ভোটার সংখ্যা কম হয়।

মন্ত্রী বলেন, উকিল আব্দুস সাত্তারকে ধরে রাখতে পারেনি বিএনপি, এটা তাদের ব্যর্থতা।

আশুগঞ্জ-সরাইল আসনে আওয়ামী লীগের প্রার্থী না থাকায় তারা যেখানে ভালো মনে করেছে সেখানে ভোট দিয়েছে।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে আওয়ামী লীগের এ যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, সরকারকে ধাক্কা দিতে গিয়ে বিএনপির কোমর ভেঙেছে।  তবে তাদের ষড়যন্ত্র থেমে নাই বলেও উল্লেখ করেন তথ্যমন্ত্রী।

news24bd.tv/FA

এই রকম আরও টপিক