তবে কি লিগ জয়ের পথে হাঁটছে বার্সা?

সংগৃহীত ছবি

তবে কি লিগ জয়ের পথে হাঁটছে বার্সা?

অনলাইন ডেস্ক

রিয়াল বেতিস ম্যাচ দিয়ে লিগের অর্ধেক পথ শেষ করলো বার্সেলোনা। গতকাল রাতে স্প্যানিশ লা লিগায় ১৯তম রাউন্ডের ম্যাচে বেতিসকে ২-১ গোলে হারায় বার্সা। এ জয়ে ৫০ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষস্থান আরও পোক্ত করেছে কাতালান জায়ান্টরা। দুইয়ে থাকা রিয়াল মাদ্রিদের চেয়ে বার্সা এখন এগিয়ে ৮ পয়েন্টে।

যদিও চিরপ্রতিদ্বন্দ্বীদের চেয়ে একটি ম্যাচ বেশি খেলেছে ব্লাউগ্রানা জার্সিধারীরা।

বেতিসের বিপক্ষে জয়ে তিন মৌসুম পর লিগ শিরোপার সুঘ্রাণ পেতে শুরু করেছে বার্সা। সেটা শুধু রিয়াল মাদ্রিদের বিপক্ষে এগিয়ে থাকাতে নয়, লিগের প্রথমভাগ শেষে দলটি সবশেষ ৫০ পয়েন্ট তুলতে পেরেছিল সেই ২০১৭-১৮ মৌসুমে। আর্নেস্তো ভালবার্দের অধীনে সেবার ১৯ ম্যাচ শেষে ৫৭ পয়েন্টের মধ্যে ৫১ পয়েন্ট তুলেছিল মেসি-সুয়ারেজরা।

এরপর লিগও জিতে নিয়েছিল বার্সা।

দীর্ঘ ৬ বছর জাভি হার্নান্দেজের অধীনে আবারও লিগের প্রথমভাগ দারুণ কাটাল বার্সেলোনা।  এ সময়ে জাভির শিষ্যরা হেরেছে মাত্র একটি ম্যাচ। পয়েন্ট ভাগাভাগি করেছে দুটি ম্যাচে। ৩৯ গোলের বিপরীতে গোল হজম করেছে মাত্র ৭টি গোল। লিগে যা দ্বিতীয় সর্বনিম্ন (১৪) গোল হজম করা ভিয়ারিয়ালেরও অর্ধেক!

গতকাল বেতিসের বিপক্ষে একটি দারুণ রেকর্ডও গড়েছে বার্সা। রাফিনিয়া এবং রবার্ট লেভানডস্কির গোলে জেতা বার্সা এ নিয়ে বেতিসের মাঠে জিতল টানা ছয় ম্যাচ। লা লিগার ইতিহাসে অন্য কোনো দল বেনিতো ভিয়ামারিন থেকে টানা ছয় ম্যাচ জিতে আসতে পারেনি।

লিগে দারুণ খেলতে থাকা বার্সার টানা চতুর্থ জয়ের পর দলের পারফরম্যান্স নিয়ে সন্তুষ্টি ঝরেছে বার্সা কোচের কণ্ঠে। জাভি বলেছেন, ‘আমার মনে হয়, আমরা দারুণ ফুটবল খেলেছি। ম্যাচের কয়েকটি পর্যায়ে আমরা দুর্দান্ত ছিলাম। ফলের পাশাপাশি তাই আমি খেলার ধরন নিয়েও খুশি। আগের ম্যাচগুলোর চেয়ে আমরা অনেক উন্নতিও দেখিয়েছি। ’

news24bd.tv/সাব্বির