তেল রপ্তানি যুগের আগে কেমন ছিলো দুবাই?
তেল রপ্তানি যুগের আগে কেমন ছিলো দুবাই?

সংগৃহীত ছবি

তেল রপ্তানি যুগের আগে কেমন ছিলো দুবাই?

অনলাইন ডেস্ক

দুবাইয়ের নাম শুনলে চোখের সামনে ভেসে ওঠে আকাশচুম্বি ভবন, বিলাসবহুল সব গাড়ি, মরুর বুকে তৈরি সব রাস্তা। সাগরের বুকে পাম গাছের আদলে গড়ে তোলা হয়েছে কৃত্রিম দ্বীপ। তবে এসব খুবই অল্প দিনেই তৈরি হয়েছে। তেলের খনি আবিষ্কার ও তেল রপ্তানি শুরুর আগে পাম গাছের ডাল দিয়েই তৈরি হতো বাড়ি।

১৯৬২ সালে তেল রপ্তানি শুরুর পর থকেই বদলে যেতে থাকে দুবাই। একসময় পাম গাছের ডাল দিয়ে ঘর বানানো দুবাইয়ের বাসিন্দারা সাগরের বুকে পাম গাছের আদলে তৈরি করেছে কৃত্রিম দ্বীপ।

সম্প্রতি ১৯৬২ সালে জাপানি ফটো সাংবাদিক ইয়োশিও কাওয়াসিমার তোলা ছবি নিয়ে একটি প্রদর্শনী হয়েছে। 'দুবাই ইন দ্যা ইয়ার ১৯৬২' শিরোনামের প্রদর্শনীতে দুবাইয়ের তেল রপ্তানি শুরু হওয়ার আগের সময়ের দৈনন্দিন জীবনযাত্রার চিত্র তুলে ধরা হয়েছে।

 

পাম(খেজুর) গাছ দিয়ে তৈরি বাড়ি। সে সময় এই ধরণের বাড়ি বেশি ছিল অঞ্চলটিতে।  
বিশুদ্ধ খাবার পানি তখন আভিজাত্যের প্রতীক ছিল। বিশুদ্ধ খাবার পানি পেয়ে খুশি হওয়া এক ব্যাক্তিকে দেখা যাচ্ছে ছবিতে।  
নৌকায় করে দুবাইয়ে যাচ্ছেন মানুষ। এই নৌকা সে সময় পরিবহনের একটি সাধারণ বাহন ছিলো।
এই ছবি দুটিতে দেখা যাচ্ছে গহনার দোকান। সেখানে একটি সাধারণ বক্সে গহনা প্রদর্শন করছেন দোকানী।
ছোট ভাইকে সঙ্গে নিয়ে একটি মসজিদের পাশে খেলতে যাচ্ছে এক কিশোর।  
জাপানী ফটো সাংবাদিক কাওয়াসিমাকে বহন করা বিমান।
বাজ পাখির মালিক তার মূল্যবান পাখি নিয়ে শহরে ঘুরে বেড়াচ্ছেন। ছবির ক্যাপশন অনুযায়ি এটি অনেকটা সাধারণ দৃশ্য ছিল সেসময়।
মাছ কিনে খুশি দেখাচ্ছে এক ব্যক্তিকে। তার পিছে বাজপাখি নিয়ে দাড়িয়ে আছেন এক ব্যক্তি।
আল সাফা আর্ট অ্যান্ড ডিজাইন লাইব্রেরিতে আয়োজিত 'দুবাই ইন দ্য ইয়ার ১৯৬২' ছবির প্রদর্শনীর সময় দুবাই এবং উত্তর আমিরাতে নিযুক্ত জাপানের কনসাল-জেনারেল নোবোরু সেকিগুচি

সূত্র: খালিজ টাইমস।

news24bd/আজিজ