দুবাইয়ের নাম শুনলে চোখের সামনে ভেসে ওঠে আকাশচুম্বি ভবন, বিলাসবহুল সব গাড়ি, মরুর বুকে তৈরি সব রাস্তা। সাগরের বুকে পাম গাছের আদলে গড়ে তোলা হয়েছে কৃত্রিম দ্বীপ। তবে এসব খুবই অল্প দিনেই তৈরি হয়েছে। তেলের খনি আবিষ্কার ও তেল রপ্তানি শুরুর আগে পাম গাছের ডাল দিয়েই তৈরি হতো বাড়ি।
সম্প্রতি ১৯৬২ সালে জাপানি ফটো সাংবাদিক ইয়োশিও কাওয়াসিমার তোলা ছবি নিয়ে একটি প্রদর্শনী হয়েছে। 'দুবাই ইন দ্যা ইয়ার ১৯৬২' শিরোনামের প্রদর্শনীতে দুবাইয়ের তেল রপ্তানি শুরু হওয়ার আগের সময়ের দৈনন্দিন জীবনযাত্রার চিত্র তুলে ধরা হয়েছে।









সূত্র: খালিজ টাইমস।
news24bd/আজিজ