মাশরাফির চোট নিয়ে যা জানা গেল

সংগৃহীত ছবি

মাশরাফির চোট নিয়ে যা জানা গেল

অনলাইন ডেস্ক

মাশরাফি বিন মর্তুজার নেতৃত্বে চলতি বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) শুরু থেকেই উড়ছে সিলেট স্ট্রাইকার্স। এবারের টুর্নামেন্টে প্রথম দল হিসেবে সিলেট নিশ্চিত করে প্লে-অফ পর্ব। সিলেটে খুলনা টাইগার্সকে হারিয়ে প্লে-অফ পর্বের টিকিট কেটেছিল স্বাগতিকরা। তবে সেই ম্যাচেই চোটে পড়েন মাশরাফি।

বোলিং করার সময় হাঁটুর চোটে মাঠ ছাড়তে হয়েছিল তাকে।

খুলনার বিপক্ষে বোলিং করার সময় পাওয়া চোট নিয়ে উঠে যাওয়ার পর আর মাঠে দেখা যায়নি মাশরাফিকে। চোট গুরুতর বলেই কি-না আর মাঠে নামেননি এই পেসার! তবে কি মাশরাফি সিলেটের হয়ে পরের ম্যাচ খেলবেন না? এমন প্রশ্নের উত্তর নেই খোদ দলটির কোচ রাজিন সালেহর কাছেও। তবে তিনি জানিয়েছেন, আজ রাতে মাশরাফির পরের ম্যাচ খেলা না খেলা নিয়ে বিস্তারিত জানা যাবে।

মিরপুরের একাডেমি মাঠে আজ বৃহস্পতিবার (২ জানুয়ারি) দলীয় অনুশীলন শেষে গণমাধ্যমের মুখোমুখি হন সিলেট স্ট্রাইকার্সের প্রধান কোচ রাজিন সালেহ। সেখানে তিনি বলেন, ‘এখন পর্যন্ত আসলে আমরা বলতে পারছি না। কারণ আজ রাতে আমরা আপডেটটা জানতে পারবো। ফিজিওর সঙ্গে বসবো একটা মিটিং আছে। তারপর বুঝতে পারবো ম্যাচ খেলতে পারবে কি না। ’

বিপিএলে সিলেটের পরের ম্যাচে আগামী শনিবার। প্লে-অফ নিশ্চিত হয়ে যাওয়ায় এ ম্যাচে কোনো ক্রিকেটারকে বিশ্রাম দেওয়ার চিন্তা রয়েছে কি-না এমন প্রশ্নের জবাবে রাজিন বলেন, ‘দেখুন এখানে থামার কোনো সুযোগ নেই, বা বিশ্রামের কোনো সুযোগ নেই। আমরা একটা একটা করে ম্যাচ এগিয়েছি এবং এখনো একটা একটা করেই এগিয়ে যাবো। ’

news24bd.tv/সাব্বির