মোটরসাইকেলে ৯৭ দেশ পেরিয়ে বাংলাদেশে

সংগৃহীত ছবি

মোটরসাইকেলে ৯৭ দেশ পেরিয়ে বাংলাদেশে

মোটরসাইকেল চালিয়ে ৯৭ দেশ পেরিয়ে বাংলাদেশের সাতক্ষীরায় এসেছেন ইতালিয়ান ইলারিও লাবাররা’র ভেসপা। একমাস আগে ইতালি থেকে মোটরসাইকেল চালিয়ে এসেছিলেন ইলারিওর বান্ধবী আন্দ্রেয়া ডেলসোডাতো।

এদিকে, দুই ইতালিয়ান বন্ধুর সাথে মিলিত হতে ২৯ দেশ পেরিয়ে বাংলাদেশের সাতক্ষীরায় এসে পৌঁছেছেন রোমানিয়ার ড্রামা আর্টিস্ট ও থেরাপিস্ট এলেনা এক্সিয়েন্থে।

তিন বন্ধু মিলে সাতক্ষীরার মানুষের মধ্যে শিক্ষা-বাল্য বিবাহের বিষয়ে সচেতনতা তৈরি করছে।

সাধারণ মানুষের কাছে দ্রুতই তারা খুব প্রিয় হয়ে উঠছে। যেখানেই যাচ্ছেন সেখানেই কৌতুহলী মানুষের ভিড় বাড়ছে।

জানা যায়, ঘুরে বেড়ানোর পাশাপাশি অর্থনীতি নিয়ে একটি গবেষণাও করছেন ইলারীও। দীর্ঘ এ যাত্রায় আফ্রিকান সিংহের মুখোমুখি হওয়া ছাড়াও নানা প্রতিকূলতা মোকাবিলা করতে হয়েছে।

মঙ্গলবার (৩১ জানুয়ারি) বাইকে চড়ে ২৯ দেশ পেরিয়ে সাতক্ষীরায় এসেছেন রোমানিয়ান তরুণী এলেনা। তিনি পর্যটক; বিশ্ব একবার ঘুরে দেখার আগ্রহ থেকে এই ভ্রমণ। সব শেষ ভারত থেকে বাংলাদেশে এসেছেন তিনি।

তিন বিদেশিদের মধ্যে সাতক্ষীরায় প্রথম এসেছিলেন আন্দ্রেয়া ডেলসোডাতো।

তিনি জানান, কাকলি নামে একটি অসহায় মেয়েকে শিক্ষা সহায়তা করছেন। মূলত কাকলিকে উদ্দেশ্য করে বাংলাদেশে আসা। তার আহ্বানে অপর দুই বন্ধুও এসেছেন। বাংলাদেশের সংস্কৃতি তার খুব ভালো লেগেছে। এখানকার মানুষের অতিথি পরায়ণতা তাকে মুগ্ধ করেছে। জীবনে কখনও সুযোগ পেলে আবারও তিনি বাংলাদেশ ঘুরতে আসবেন।

news24bd.tv/ইস্রাফিল