যুবদল সভাপতি টুকু কারামুক্ত

সংগৃহীত ছবি

যুবদল সভাপতি টুকু কারামুক্ত

অনলাইন ডেস্ক

যুবদল সভাপতি সুলতান সালাহউদ্দিন টুকু কারামুক্ত হয়েছেন। বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) বিকেলে কেরাণীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান টুকু। কারাফটকে বিএনপি এবং যুবদলের নেতাকর্মীরা তাকে ফুলের মালা দিয়ে বরণ করে নেন।

এর আগে গত ৩০ জানুয়ারি সোমবার বিচারপতি রেজাউল হকের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ ৭ ডিসেম্বর রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের মামলায় টুকুর জামিন আদেশ দেন।

একই সঙ্গে তাদের নিয়মিত জামিন প্রশ্নে রুল জারি করেন আদালত। চার সপ্তাহের মধ্যে সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়।

আদালতে টুকুর পক্ষে শুনানি করেন আইনজীবী জয়নুল আবেদীন ও জহিরুল ইসলাম সুমন।

এ আদেশের ফলে টুকুর জামিনে মুক্তিতে কোনো বাধা নেই বলে জানিয়েছিলেন আইনজীবীরা।

গত ২ ডিসেম্বর রাজশাহীর গণসমাবেশ শেষে ঢাকায় ফেরার পথে যুবদল সভাপতি সুলতান সালাহউদ্দিন টুকু, সহ-সভাপতি নুরুল ইসলাম নয়ন, ছাত্রদলের সাবেক সহ-সভাপতি জাভেদ হাসান স্বাধীন এবং টুকুর ব্যক্তিগত সহকারী মোখলেসুর রহমানকে আটক করে পুলিশ।

news24bd.tv/ইস্রাফিল