চমেকে ২ ছাত্রাবাস বন্ধ ঘোষণা

সংগৃহীত ছবি

চমেকে ২ ছাত্রাবাস বন্ধ ঘোষণা

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) ছাত্রলীগের দু’পক্ষের সংঘর্ষের ঘটনায় দুটি ছাত্রাবাস বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার মধ্যে শিক্ষার্থীদের লুৎফুস সালাম ও হাফিজুল্লা বশির ছাত্রাবাস ছাড়তে নির্দেশ দেয় চমেক কর্তৃপক্ষ। এর আগে ছাত্রাবাসগুলোয় মেস পরিচালনা নিয়ে দু’পক্ষের বিরোধের জেরে সংঘর্ষ হয়।

চমেক সূত্র জানায়, দীর্ঘদিন ধরে ছাত্রাবাসটির খাবারের মেস পরিচালনা করতেন সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীনের অনুসারীরা।

কিছুদিন ধরে শিক্ষা উপমন্ত্রী মুহিবুল হাসান চৌধুরী নওফেলের অনুসারীরা মেসের খাবার নিয়ে নানা অভিযোগ তুলে ব্যবস্থাপনা পরিবর্তের দাবি জানান। এর জের ধরে বুধবার রাতে দু’পক্ষের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে আসবাবপত্র ও কক্ষ ভাঙচুরের ঘটনা ঘটে। একই ঘটনার জের ধরে বৃহস্পতিবার বিকেলে আবারও বাগবিতণ্ডায় জড়ায় দুই পক্ষ।
এ সময় হাতাহাতি ও কয়েকটি কক্ষ ভাঙচুরের ঘটনা ঘটে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ সাহেনা আক্তার সাংবাদিকদের জানান, ‘মেস পরিচালনা নিয়ে বুধবার দুই পক্ষের মধ্যে বিবাদের জের ধরে বৃহস্পতিবার আবার বিবাদে জড়িয়ে পড়ে দু’পক্ষ। তাই অপ্রীতিকর ঘটনা এড়াতে লুৎফুস সালাম ও হাফিজুল্লা বশির ছাত্রাবাস দুটি বন্ধ ঘোষণা করা হয়েছে। শিক্ষার্থীদের ছাত্রাবাস ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। ’

news24bd.tv/ইস্রাফিল