ছেলের লাগাম টানতে এগিয়ে এলেন সৌদি বাদশাহ

সৌদির বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ ও যুবরাজ মোহাম্মদ বিন সালমান

ছেলের লাগাম টানতে এগিয়ে এলেন সৌদি বাদশাহ

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের উদ্ভট সব কর্মকাণ্ডে রীতিমতো বিব্রত দেশটির রাজপরিবার। এসব কারণে শুধু যুবরাজ নিজেই নন, সৌদি বাদশাহ পর্যন্ত নানা সময়ে সমালোচনার শিকার হয়েছেন। এমন পরিস্থিতিতে যুবরাজ মোহাম্মদ বিন সালমানের লাগাম টেনে ধরতে এগিয়ে এসেছেন বাবা।  

লন্ডন ভিত্তিক অলাভজনক গণমাধ্যম পর্যবেক্ষণ সংস্থা মিডল ইস্ট মনিটরের প্রতিবেদনে এমনটাই উঠে এসেছে।

সংস্থাটি বলছে, সম্প্রতি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজের ভাইয়ের করা মন্তব্যের জেরে ব্যাপক সমালোচনা হয়েছে রাজপরিবারে।  

বাদশাহ আজিজের ভাই বলেন, ‘ইয়েমেন যুদ্ধের সঙ্গে রাজপরিবার নয়, বরং বাদশাহ ও তার পুত্র যুবরাজ মোহাম্মদ বিন সালমান জড়িত ছিলেন। ’ মূলত এই ঘটনার পর সৌদি বাদশাহ ব্যাপকভাবে সমালোচনার শিকার হন।  

মিডল ইস্ট মনিটরের প্রতিবেদনে আরও বলা হয়, এমন পরিস্থিতিতে সৌদি যুবরাজের লাগাম টেনে ধরতে এগিয়ে এসেছেন বাবা আব্দুল আজিজ।

সৌদি বাদশাহ ইতোমধ্যে যুবরাজের একাধিক সিদ্ধান্তের ওপর হস্তক্ষেপ করেছেন।  

সম্প্রতি যুবরাজের নেওয়া সিদ্ধান্ত বাতিল করে আরামকোর শেয়ার বিক্রির সিদ্ধান্ত স্থগিত করেছেন সৌদি বাদশাহ আব্দুল আজিজ। তাছাড়া ফিলিস্তিন ইস্যুতে যুবরাজ সালমানের করা মার্কিন পক্ষপাতকে গ্রহণ করছেন না তিনি।  

বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ নিশ্চিত করে বলেন, ‘ফিলিস্তিনদের স্বার্থ রক্ষার বিষয়ে সৌদি আরব সবসময় তাদের পাশে থাকবে। ’

এদিকে, যুবরাজের নেওয়া সিদ্ধান্তের ওপর হস্তক্ষেপের কারণে বাদশাহ ও তার ছেলের মধ্যেও মতপার্থক্য দেখা দিয়েছে।

 

সূত্র: মিডল ইস্ট মনিটর

অরিন▐ NEWS24

সম্পর্কিত খবর