কাটা গেল ১ পয়েন্ট, চিন্তায় দক্ষিণ আফ্রিকা

সংগৃহীত ছবি

কাটা গেল ১ পয়েন্ট, চিন্তায় দক্ষিণ আফ্রিকা

অনলাইন ডেস্ক

ইংল্যান্ডের কাছে সিরিজের শেষ ওয়ানডে জিততে অনেকটা দুশ্চিন্তামুক্ত থাকতে পারতো দক্ষিণ আফ্রিকা। এরপর হাতে থাকা ওয়ানডে সুপার লিগের শেষ দুই ম্যাচ জিতলে সরাসরি ভারত বিশ্বকাপের টিকিট পেতো প্রোটিয়ারা। তবে সিরিজের শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকা হেরেছে ইংল্যান্ডের কাছে। শুধু তাই নয়, স্লো ওভার রেটের কারণে ১ পয়েন্ট খুইয়ে দলটি এখন বেশ বিপদেই পড়েছে।

বুধবার সিরিজের শেষ ওয়ানডেতে স্লো-ওভার রেটের কারণে ওয়ানডে সুপার লিগ থেকে প্রোটিয়াদের ১ পয়েন্ট কাটা গেছে। ১ পয়েন্ট কমে যাওয়ায় আইসিসি ওয়ানডে সুপার লিগে প্রোটিয়াদের পয়েন্ট এখন ৭৮। ১৩ দলের মধ্যে অবস্থান ৯ নম্বরে।

এ বছরের শেষ দিকে ভারতে অনুষ্ঠিত হতে যাওয়া ওয়ানডে বিশ্বকাপে খেলবে ১০ দল।

এর মধ্যে স্বাগতিক ভারতসহ পয়েন্ট তালিকার প্রথম আটটি দল সরাসরি মূল পর্বে খেলবে। বাকি পাঁচটি দলকে খেলতে হবে বাছাইপর্ব। এ মুহূর্তে সেরা ৮-এ আছে নিউজিল্যান্ড, ভারত, ইংল্যান্ড, পাকিস্তান, অস্ট্রেলিয়া, বাংলাদেশ, আফগানিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ। এর মধ্যে প্রথম সাতটি দলের সরাসরি বিশ্বকাপ খেলা নিশ্চিত হয়ে গেছে।

সুপার লিগের ৮ নম্বরে থাকা ওয়েস্ট ইন্ডিজের পয়েন্ট ৮৮। বর্তমান চক্রের সব কটি ম্যাচ শেষ তাদের। এদিকে ৭৮ পয়েন্ট নিয়ে ৯ নম্বরে থাকা দক্ষিণ আফ্রিকার ম্যাচ বাকি দুটি। ৩১ মার্চ ও ২ এপ্রিলের ম্যাচ দুটিতে প্রতিপক্ষ নেদারল্যান্ডস। সেরা আটে ঢুকতে হলে এখন দুটি ম্যাচই জিততে হবে। একটিতে হেরে গেলেই পয়েন্ট হয়ে যাবে ওয়েস্ট ইন্ডিজের সমান। তখন আসবে রান রেটের হিসাব।

দক্ষিণ আফ্রিকাকে চোখ রাঙাচ্ছে শ্রীলঙ্কা-আয়ারল্যান্ডও। পয়েন্ট তালিকার ১০ নম্বরে থাকা শ্রীলঙ্কার পয়েন্ট ৭৭। দলটির ম্যাচ বাকি ৩টি। আগামী মাসে নিউজিল্যান্ডের বিপক্ষে হতে যাওয়া তিন ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে জিতলেই ক্যারিবীয়দের টপকে যাবে শ্রীলঙ্কা। একটিতে জিতলে অবশ্য ক্যারিবীয়দের পেছনে থাকতে হবে ’৯৬-এর বিশ্বজয়ীদের।

এখনো সরাসরি বিশ্বকাপে কোয়ালিফাই করার সুযোগ আছে আয়ারল্যান্ডেরও। ৬৮ পয়েন্ট নিয়ে ১১ নম্বরে আছে আইরিশরা। ওয়ানডে সুপার লিগে দলটির শেষ তিন ম্যাচের প্রতিপক্ষ বাংলাদেশ। আগামী মাসে সিলেটে হতে যাওয়া সিরিজটিতে যদি আয়ারল্যান্ড ৩–০ ব্যবধানে জিতে যায়, সে ক্ষেত্রে দক্ষিণ আফ্রিকাকে নেদারল্যান্ডসের বিপক্ষে ২–০ ব্যবধানে জিতলেই হবে না, রান রেটও বাড়িয়ে নিতে হবে।

সব মিলিয়ে স্লো ওভার রেটের কারণে ১ পয়েন্ট খোয়া যাওয়াতেই বিপদ বেড়েছে দক্ষিণ আফ্রিকার। বিশ্বকাপ টিকিট কাটার পথ জটিল করে তুলতে পারে এখন এই একটি পয়েন্ট।

ওয়ানডে সুপার লিগে প্রতিটি জয়ের জন্য ১০ পয়েন্ট, টাই, পরিত্যক্ত বা ফলহীন ম্যাচের জন্য ৫ পয়েন্ট।

news24bd.tv/সাব্বির