৭ মাস পর নিউজিল্যান্ডের টেস্ট দলে জেমিসন

সংগৃহীত ছবি

৭ মাস পর নিউজিল্যান্ডের টেস্ট দলে জেমিসন

অনলাইন ডেস্ক

গত বছরের জুন থেকেই মাঠের বাইরে রয়েছেন নিউজিল্যান্ড পেসার কাইল জেমিসন। ইংল্যান্ড সফরের দ্বিতীয় টেস্টে কোমরে চোট পেয়েছিলেন জেমিসন। এরপর আর জাতীয় দলে আর দেখা যায়নি তাকে। তবে দীর্ঘ ৭ মাস পর আবারও আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে যাচ্ছে তিনি।

সেই ইংল্যান্ড সিরিজ দিয়েই আবার নিউজিল্যান্ডের জার্সি গায়ে খেলতে নামবেন জেমিসন।

চলতি মাসে ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে দুটি টেস্ট ম্যাচ খেলবে নিউজিল্যান্ড। এ সিরিজের দলে জেমিসনকে ডাকাপর কিউই হেড কোচ গ্যারি স্টিড বলেন, ‘কাইল জেমিসন একজন খুবই দৃঢ়চেতা চরিত্র, নিউজিল্যান্ডের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলার জন্য যার তীব্র আকাঙ্ক্ষা রয়েছে। ’ 

কোমরের চোট কাটিয়ে এ বছরের জানুয়ারিতে নিউজিল্যান্ডের ঘরোয়া ক্রিকেটে ফেরেন জেমিসন।

টেস্ট স্কোয়াড নির্বাচনের সময় পর্যন্ত তিনি ফোর্ড ট্রফি ও সুপার স্ম্যাশে দুটি ম্যাচ খেলেছেন অকল্যান্ডের হয়ে।

টেস্ট স্কোয়াডে জায়গা ধরে রেখেছেন ইশ সোধিও। সবশেষ পাকিস্তান সফরে সুযোগ পেয়ে দারুণ পারফরম্যান্স করেন এই লেগ স্পিনার। ২০১৮ সালের পর প্রথম টেস্ট খেলতে নেমে দুই ম্যাচে ১৩ উইকেট নেন তিনি। ব্যাট হাতে ছিল একটি হাফ সেঞ্চুরিও। স্কোয়াডে দ্বিতীয় স্পিন বিকল্প অফস্পিনিং অলরাউন্ডার মিচেল ব্রেসওয়েল।

তবে স্কোয়াড থেকে বাদ পড়েছেন বাঁহাতি স্পিনার এজাজ প্যাটেল ও ব্যাটার গ্রিন ফিলিপস। কেন্দ্রীয় চুক্তি থেকে সরে যাওয়া ট্রেন্ট বোল্টের জায়গা হয়নি।

এই সিরিজ দিয়ে পূর্ণকালীন টেস্ট অধিনায়ক হিসেবে দেশের মাটিতে প্রথমবার খেলতে যাচ্ছেন টিম সাউদি। পাকিস্তান সফরের ঠিক আগে তিনি কেন উইলিয়ামসনের কাছ থেকে দায়িত্ব পান। ১৬ থেকে ২০ ফেব্রুয়ারি বে ওভালে হবে দিবারাত্রির প্রথম টেস্ট। বেসিন রিজার্ভে দ্বিতীয় টেস্ট হবে ২৪ থেকে ২৮ ফেব্রুয়ারি।  

নিউজিল্যান্ডের টেস্ট স্কোয়াড: টিম সাউদি (অধিনায়ক), কাইল জেমিসন, ব্লেয়ার টিকনার, মাইকেল ব্রেসওয়েল, টম ল্যাথাম, নিল ওয়াগনার, টম ব্লান্ডেল, ড্যারিল মিচেল, কেন উইলিয়ামসন, ডেভন কনওয়ে, হেনরি নিকলস, উইল ইয়াং, ম্যাট হেনরি, ইশ সোধি।

news24bd.tv/সাব্বির