নদীতে গোসলে নেমে ডুবে গেছে কিশোর

নদীতে গোসলে নেমে ডুবে গেছে কিশোর

জাহিদুজ্জামান, কুষ্টিয়া: 

কুষ্টিয়ায় গড়াই নদীতে বন্ধুদের সঙ্গে গোসলে করতে নেমে ডুবে গেছে এক মাদ্রাসা ছাত্র। ফায়ার সার্ভিসের কর্মীদের সঙ্গে স্থানীয়রা তাকে উদ্ধারে কাজ করছে। ঘটনা ঘটেছে শুক্রবার বেলা পৌনে ১২টার সময় কুষ্টিয়া শহরতলীর মঙ্গলবাড়িয়া বাঁধের কাছে।  

নদীর ধারে কান্নায় ভেঙ্গে পড়েছেন নিখোঁজ ছাত্রের পরিবারের সদস্যরা ও তার সহপাঠীরা।

নিখোঁজ কিশোরের নাম মো. হাসান। তার বয়স ১৫ বছর। সে কুষ্টিয়া শহরতলীর কমলাপুর এলাকার ওয়াজেদ আলী নূরানি হাফিজিয়া মাদ্রাসার হেফজ শাখার আবাসিক ছাত্র। শহরতলীর বটতৈল এলাকার রাশিদুল ইসলামের ছেলে সে।
 

একই সঙ্গে গোসল করতে নামা সহপাঠী আব্দুল আহাদ বলেন, তারা চার বন্ধু মিলে বেলা পৌনে ১২ টায় গোছল করতে নামে। তারা সবাই সাঁতার জানতো। এরমধ্যে হঠাৎ ডুব দিয়ে আর ওঠেনি হাসান। তারা খুঁজে না পেয়ে আশপাশের লোকদের খবর দেয়। পরে খবর দেয়া হয় ফায়ার সার্ভিসে।  

কুষ্টিয়া ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক জানে আলম বলেন, স্থানীয়দের সঙ্গে নিয়ে তার কর্মীরা খোঁজাখুঁজি করছে। তার ধারণা নিখোঁজ কিশোর বেশিদূর যেতে পারেনি। তবে, খুলনা থেকে ডুবুরি আনার ব্যাপারেও যোগাযোগ চলছে বলে জানান তিনি।  

news24bd.tv/কামরুল