রাজনীতির আড়ালে ঢাকায় এসে দুর্ধর্ষ ডাকাতি করতো তারা!

সংগৃহীত ছবি

রাজনীতির আড়ালে ঢাকায় এসে দুর্ধর্ষ ডাকাতি করতো তারা!

অনলাইন ডেস্ক

রাজধানীর সূত্রাপুরে একটি খাবারের দোকানে ডাকাতির পরিকল্পনা করছিল কয়েকজন। টার্গেট ব্যক্তিকে কোথা থেকে উঠিয়ে নেয়া হবে, সেই ছক কষার সময় গোয়েন্দা পুলিশ হাজির হয়। ধরার চেষ্টা করলে গুলি ছুঁড়ে আতঙ্ক সৃষ্টি করে পালিয়ে যায় তারা। এরপরই তদন্তে নামে পুলিশ।

উঠে আসে সংঘবদ্ধ ডাকাতির মূলহোতা কাউসার ও মাহতাবের নাম। তারা থাকে পটুয়াখালীতে। সেখানে রাজনীতির সঙ্গে জড়িত থাকলেও ঢাকায় এসে করে ডাকাতি।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ঐ চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করে।

এবার বেরিয়ে তাদের অপরাধ জগতের চাঞ্চল্যকর সব তথ্য।

জানা গেছে, এলাকায় নামমাত্র রাজনীতি ও ঠিকাদারি করলেও আড়ালে ঢাকায় এসে ডাকাতি করত তারা। পুরান ঢাকায় মোটা অঙ্কের টাকা লেনদেনকারীদের টার্গেট করে সুযোগ বুঝে পুলিশ পরিচয়ে উঠিয়ে নিয়ে সব হাতিয়ে নিত।

আসামিরা জানায়, ঠিকাদারি করেন তারা। ফাঁকে ডাকাতি করেন। সহযোগীরা পরিকল্পনা করে জানালে তারা পুলিশ পরিচয় গিয়ে সেই গাড়ি থামান। এরপর জিনিসপত্র রেখে ছেড়ে দেওয়া হয়। পরে তা নির্দিষ্ট অনুপাতে ভাগ করা হয়।

ডিএমপির লালবাগ বিভাগের উপ-পুলিশ কমিশনার মশিউর রহমান জানান, তারা কোনো নগদ টাকা হাতে রাখে না। তারা স্থানীয় এলাকায় জমি কিনে বাড়ি বানানো, মোটরসাইকেলসহ বিভিন্ন জিনিস কিনে টাকাগুলো খরচ করে।

news24bd.tv/আলী