প্রবাসীর স্ত্রীর ছবি তুলে ব্ল্যাকমেইল, ব্যবসায়ী গ্রেপ্তার

প্রবাসীর স্ত্রীর ছবি তুলে ব্ল্যাকমেইল, ব্যবসায়ী গ্রেপ্তার

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলায় ছবি তুলে এক প্রবাসীর স্ত্রীকে ব্ল্যাকমেইল করার পর্নোগ্রাফি আইনের মামলায় ব্যবসায়ী মো. সোহেল শেখকে (৩২) গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাতে ব্যবসায়ী সোহেলকে খাউলিয়া গ্রামের বাড়ি থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার সোহেলের সন্ন্যাসি বাজারে বৈদ্যুতিক মালামালের দোকান রয়েছে।

মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুর রহমান জানান, উপজেলার খাউলিয়া গ্রামের বাবুল শেখের ছেলে ও সন্ন্যাসি বাজারে বৈদ্যুতিক মালামালের দোকানি মো. সোহেল শেখ পার্শ্ববর্তী বিশারীঘাটা গ্রামের প্রবাসীর স্ত্রী মাহফুজা আক্তারের নানা ধরনের ছবি মোবাইল ফোনে ধারণ করে তাকে ব্ল্যাকমেইল করে আসছিলেন।

এ ঘটনায় ওই গৃহিনী বাদী হয়ে বৃহস্পতিবার রাতে ব্যবসায়ী সোহেল শেখের বিরুদ্ধে ২০১২ সালের পর্নোগাফি নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর রাত সাড়ে ১২টার দিকে খাউলিয়া গ্রামের বাড়ি থেকে সোহেলকে গ্রেপ্তার করা হয়। এসময়ে ছবি ধারণ করে ব্ল্যাকমেইলের কাজে ব্যবহৃত মোবাইল ফোনটিও জব্দ করা হয়।

ওসি জানায়, গ্রেপ্তার সোহেলের দুটি সন্তান রয়েছে।

পরকীয়ায় জড়িয়ে সংসারে কলহের সৃষ্টি হলে পাঁচ মাস আগে স্ত্রীর সঙ্গে তার বিচ্ছেদ হয়ে যায়।

news24bd.tv/তৌহিদ