সমকামিতা বৈধতার রায়ে খুশি তারা

ভারতীয় তারাকারা।

সমকামিতা বৈধতার রায়ে খুশি তারা

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

২০১৩ সালে সেকশন ৩৭৭ ধারার অধীনে সমকামীতা অবৈধ ঘোষণা করেছিল ভারতের সুপ্রিম কোর্ট। কিন্তু সে রায়কে পাল্টে দিয়ে ভারতে বৈধ হল সমকামীতা। বৃহস্পতিবার এক ঐতিহাসিক রায়ে সমকামীতাকে বৈধ ঘোষণা দিয়ে রায় দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্টের পাঁচ বিচারক।

সুপ্রিম কোর্টের এমন রায়ে ভারতজুড়ে তোলপাড় সৃষ্টি হয়েছে।

সমকামিতার পক্ষের অংশের মানুষের পাশাপাশি এই রায়কে স্বাগত জানিয়েছে বলিউডের তারকা অভিনেতা, নির্মাতাসহ অন্যান্য কলাকুশলীরা।

এই তালিকায় রয়েছেন বলিউডের জনপ্রিয় নির্মাতা করণ জোহরের পাশাপাশি অভিষেক বচ্চন, সোনম কাপুর, বিদ্যা বালান, অর্জুন কাপুর, বরুণ ধাওয়ান, ফারহান আকতার, তাপসী পান্নু, দিয়া মির্জা, স্বরা ভাস্কর, নিমরাত কৌর, হুমা কুরিশি এবং আয়ুষ্মানের মতো তারকারা।

করণ জোহর টুইটে উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, এই রায়ের মাধ্যমে মানবতা নতুন অর্থ পেল, সাম্য ফিরে এল। আমি গর্বিত।

ভারতকে নিয়ে গর্ব করে বলিউড অভিনেত্রী সোনম কাপুর লিখেছেন, এটাই ভারতের প্রকৃত রূপ, যে ভারতে আমি বাস করতে চাই। যেখানে মানুষে মানুষে কোনো ঘৃণা নেই, অসহিষ্ণুতা নেই। এই ভারতকেই আমি ভালোবাসি।

সমকামিতা বৈধতার রায়ে বলিউডের পাশাপাশি আনন্দের বন্যায় ভাসছে টলিউডও।

অভিনেত্রী শ্রীলেখা মিত্র বলেন, আইনগত স্বীকৃতি সমাজকে কিন্তু মানুষ বানায়। কেউ কিন্তু কাউকে বলতে পারে না যে এইভাবে বাঁচতে হবে, কী সেই ভাবে বাঁচতে হবে। প্রথম প্রথম অনেক কিছুই মেনে নিতে অসুবিধা হয়।

অভিনেত্রী চূর্ণী গাঙ্গুলী বলেন, এটা ভেবে ভালো লাগছে যে আমার সমকামী বন্ধুরা আজ থেকে প্রকাশ্যে স্বীকৃত হবেন।

সমকামিতা বৈধতার রায়ে ২০১৮ সালে এসে ভারত অন্তত পক্ষে ‘সাবালক’ হলো বলে দাবি নির্মাতা ও অভিনেতা অরিন্দম শীলের।  

(নিউজ টোয়েন্টিফোর/তৌহিদ)

সম্পর্কিত খবর