যুক্তরাষ্ট্রের আকাশে উড়ছে চীনা গুপ্তচর বেলুন!

সংগৃহীত ছবি

যুক্তরাষ্ট্রের আকাশে উড়ছে চীনা গুপ্তচর বেলুন!

অনলাইন ডেস্ক

যুক্তরাষ্ট্রের আকাশে একটি চীনা গুপ্তচর বেলুন নজরদারি চালাচ্ছে বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়।  মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, অনেক উচ্চতায় ওড়া এই বেলুনটি দেশটির পশ্চিমাঞ্চলীয় রাজ্য মন্টানায় দেখা গেছে।  

প্রতিবেদনে আরও বলা হয়েছে, বেলুনের ধ্বংসাবশেষ পড়ে ক্ষয়ক্ষতি এড়াতে বেলুনটি গুলি করে ভূপাতিত না করার সিদ্ধান্ত নিয়েছে দেশটির সেনাবাহিনী।  

কর্তৃপক্ষ জানিয়েছে, বেলুনটি আলাস্কার একটি দ্বীপের ওপর দিয়ে কানাডা হয়ে মন্টানায় এসে পৌঁছায়।

তবে উর্ধতন এক সামরিক কর্মকর্তা বলেছেন, বেলুনটিকে ভূপাতিত করতে যুদ্ধবিমান প্রস্তুত করছেন তারা। বেলুনটি ভূপাতিত করতে হোয়াইট হাউজ আদেশ দিয়েছে বলেও জানান তিনি।  

তবে শুধু অনুমানের ওপর নির্ভর করে গুজব রটানোর বিপক্ষে সতর্ক করেছে চীন।  একই ধরণের দ্বিতীয় ঘটনার কথা জানিয়েছে কানাডা।

শুক্রবার দেশটির ওপর দিয়ে একটি নজরদারি বেলুন রয়েছে বলে জানায় দেশটি।  

প্রসঙ্গত, যুক্তরাষ্ট্রের তিনটি পারমাণবিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপন কেন্দ্রের একটি মন্টানায় অবস্থিত। এই কেন্দ্রের উপর দিয়ে বেলুনটি উড়ে গেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

news24bd/আজিজ