বাঁচা-মরার ম্যাচে টসে হেরে ব্যাটিংয়ে নাসিরের ঢাকা

বাঁচা-মরার ম্যাচে টসে হেরে ব্যাটিংয়ে নাসিরের ঢাকা

অনলাইন ডেস্ক

'মাস্ট উইন গেমে' মাঠে নেমেছে ঢাকা ডমিনেটর্স এবং রংপুর রাইডার্স। যদিও দুইটি দলের সামনে জয়ের লক্ষ্য ভিন্ন কারণে।

রংপুর আজ (৩ ফেব্রুয়ারি) জিতলেই চলমান নবম বিপিএল আসরের সেরা চার দল বেশ আগেভাগেই নিশ্চিত হয়ে যাবে। সেক্ষেত্রে হাতে ম্যাচ থাকা সত্ত্বেও বাদ পড়ে যাবে খুলনা টাইগার্স, ঢাকা ডমিনেটর্স এবং চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।

অন্যদিকে ঢাকার আজ জয় প্রয়োজন নিজেদের বিপিএলে টিকে থাকার স্বার্থে। রংপুরের বিপক্ষে আজ হারলেই বিপিএলের স্বপ্ন শেষ হয়ে যাবে নাসির হোসেনের ঢাকার।

হারলেই বাদ এমন ম্যাচে এসে টসেও হেরেছেন নাসির। মিরপুর শের ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে রংপুরের বিপক্ষে নাসিরের ঢাকা টসে হেরে আগে ব্যাটিং করতে নামবে।

এই ম্যাচে নিজেদের উইনিং কম্বিনেশন ভাঙেনি রংপুর। অন্যদিকে ঢাকার একাদশে পরিবর্তন এসেছে। উসমান গণির বদলে একাদশে এসেছেন মোহর শেখ অন্তর।

রংপুর রাইডার্স একাদশ: নুরুল হাসান সোহান (অধিনায়ক), নাঈম শেখ, রনি তালুকদার, শেখ মেহেদী, শামীম পাটওয়ারি, রাকিবুল হাসান, হাসান মাহমুদ, শোয়েব মালিক, মোহাম্মদ নওয়াজ, হারিস রউফ, আজমতউল্লাহ ওমরজাই।

ঢাকা ডমিনেটর্স একাদশ: নাসির হোসেন (অধিনায়ক), মুক্তার আলী, মোহাম্মদ মিথুন, সৌম্য সরকার, মোহাম্মদ আরিফুল হক, অ্যালেক্স ব্লেক, আরাফাত সানি, মোহর শেখ, শরিফুল ইসলাম, আমির হামজা, আবদুল্লাহ আল মামুন।

news24bd.tv/কামরুল