সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানের চাকা ফেটে রানওয়ে বন্ধ থাকার তিন ঘণ্টা পর ফ্লাইট চলাচল স্বাভাবিক হয়েছে। শুক্রবার (৩ ফেব্রুয়ারি) বিকেল ৪টা ১০ মিনিটে বিমানবন্দরটি থেকে যাত্রী নিয়ে উড্ডয়ন করেছে বাংলাদেশ বিমানের ফ্লাইট (বিজি-২০৮)।
এর আগে, দুপুর সোয়া ১টার দিকে ঢাকার উদ্দেশ্যে উড্ডয়নের আগ মুহূর্তে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বোয়িং ৭৩৭ বিমানের (ফ্লাইট নম্বর বিজি-৬০২) চাকা ফেটে যায়। তাৎক্ষণিকভাবে বিমানটি ঘুরিয়ে এনে যাত্রীদের নিরাপদে নামানো হয়।
বিমানবন্দরের ব্যবস্থাপক হাফিজ উদ্দিন আহমদ জানান, এয়ারক্রাফট ইঞ্জিনিয়াররা চাকা ফেটে যাওয়া বিমানটি মেরামতের চেষ্টা করে যাচ্ছেন। সবুজ সংকেত পেলে বিমানটি আবারও তার নির্দিষ্ট গন্তব্যে রওনা হবে। এখন সিডিউল অনুযায়ী অন্য বিমানগুলো ছেড়ে যাচ্ছে।
news24bd.tv/কামরুল