ভোরে মাঠে নামছে ব্রাজিল

সংগৃহীত ছবি

ভোরে মাঠে নামছে ব্রাজিল

অনলাইন ডেস্ক

লাতিন আমেরিকার জুনিয়র কোপা খ্যাত টুর্নামেন্টের শেষ পর্বের প্রথম খেলায় ইকুয়েডরের যুবাদের উড়িয়ে দিয়েছিল ব্রাজিলের যুবারা। এবার তাদের সামনে ভেনিজুয়েলার যুবারা। শনিবার (৪ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৪টায় মাঠে নামবে তারা। কলম্বিয়ার মাঠ এস্তাদিও মেট্রোপলিটানোতে ম্যাচটি অনুষ্ঠিত হবে।

 

গ্রুপ পর্বে ভেনিজুয়েলা ছিল বি গ্রুপে এবং ব্রাজিল ছিল এ গ্রুপে। সেখানে ব্রাজিল গ্রুপ সেরা হয়ে ফাইনাল রাউন্ড নিশ্চিত করে আর ভেনিজুয়েলা রানার্সআপ হয়ে আসে।

ফাইনাল রাউন্ডের প্রথম ম্যাচে ব্রাজিল ৩-১ গোলে উড়িয়ে দিয়েছিল ইকুয়েডরকে। আর ভেনিজুয়েলা তাদের প্রথম ম্যাচে ড্র করেছিল প্যারাগুয়ের সঙ্গে।

ব্রাজিল যদি ভেনিজুয়েলার সঙ্গে এই ম্যাচে জিততে পারে তাহলে তারা গ্রুপের শীর্ষ চারে থাকার যে লড়াই, সেখানে অনেকটাই এগিয়ে যাবে।

উল্লেখ্য, টুর্নামেন্টটির নিয়ম অনুযায়ী গ্রুপ পর্ব থেকে ফাইনাল রাউন্ডে ওঠে আসা দলগুলো একে অপরের মুখোমুখি হবে। সেখানে পয়েন্ট টেবিলের শীর্ষ দু’দল হবে চ্যাম্পিয়ন ও রানার্সআপ। পয়েন্ট টেবিলের শীর্ষ চার দল সুযোগ পাবে ২০২৩ যুব ফুটবল বিশ্বকাপে অংশগ্রহণের সুযোগ।

news24bd.tv/আলী