মির্জাপুরে শিশুকে শ্লীলতাহানি, অভিযুক্তকে পিটিয়ে হত্যা

টাঙ্গাইলের ছয় বছরের শিশুকে শ্লীলতাহানি, অভিযুক্তকে প্রকাশ্যে পিটিয়ে হত্যা

মির্জাপুরে শিশুকে শ্লীলতাহানি, অভিযুক্তকে পিটিয়ে হত্যা

টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইলের মির্জাপুরে ছয় বছরের এক শিশুর শ্লীলতাহানির অভিযোগে অভিযুক্ত শাহিন মোল্লা (৩৮) নামে এক ব্যাক্তিকে প্রকাশ্যে পিটিয়ে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে।

শুক্রবার রাত আটটার দিকে মির্জাপুর উপজেলার বানাইল ইউনিয়নের মাঝালিয়া গ্রামের স্কুল মাঠে এ ঘটনা ঘটে। নিহত শাহিন মাঝালিয়া গ্রামের মৃত সৈয়দ মোল্লার ছেলে। সে পেশায় কাঁচা মালের ব্যবসায়ী ছিলেন।

জানা যায়, বৃহস্পতিবার বিকেলে পাশ্ববর্তী বাড়ির ছয় বছরের এক শিশু শাহিন মোল্লার ফ্রিজে দুধের বোতল রাখতে গেলে সে তার শ্লীলতাহানির চেষ্টা চালায় এমন কথিত অভিযোগে সন্ধ্যায় ওই গ্রামের সুমন, অয়ন, ইজাজ বিচারের কথা বলে তাকে ডেকে মাঠে নিয়ে যায়। সেখানে বিচার না করে সুমন, অয়ন, ইজাজসহ তাদের সঙ্গীরা প্রকাশ্যে লাঠিসোটা নিয়ে পিটিয়ে গুরুতর আহত করে।

এ সময় শাহিনের স্ত্রী রেহেনা বেগম এবং ওই গ্রামের বাসিন্ধা শাহিনের নিকট আত্মীয় অবসরপ্রাপ্ত পুলিশের এএসআই আমজাদ হোসেন বাঁধা দিলে তাদেরকেও পিটিয়ে রক্তাক্ত জখম করে। আহত শাহিন পানি পানি করে চিৎকার করলেও তারা তাদের পানি দিতে দেয়নি।

এ সময় ভ্যানে করে হাসপাতালে আনতে গেলেও তারা বাঁধা দেয় বলে অভিযোগ পাওয়া গেছে।

পরে থানা পুলিশকে খবর দিলে মির্জাপুর থানা উপ পরিদর্শক (এসআই) মোহাম্মদ নাসিম গিয়ে গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে উপজেলাস্থ জামুর্কী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে অবস্থার অবনতি হলে রাতেই কুমুদিনী হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।

এ ব্যাপারে মির্জাপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) এ কে এম মিজানুল হক ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।


NEWS24▐ কামরুল

সম্পর্কিত খবর