এবার চীন সফর ‍স্থগিত করলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

সংগৃহীত ছবি

‘যুক্তরাষ্ট্রে চীনের গুপ্তচর বেলুন’

এবার চীন সফর ‍স্থগিত করলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্ক

যুক্তরাষ্ট্রের আকাশে নজরদারি চালাচ্ছে চীনের ‘গুপ্তচর বেলুন’ এমন অভিযোগের পর মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনের চীন সফর স্থগিত করা হয়েছে। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করার কথা ছিলো ব্লিঙ্কেনের। খবর বিবিসির।  

এর আগে যুক্তরাষ্ট্রের মন্টানায় একটি বেলুন নজরে আসে কর্তৃপক্ষের।

একে চীনের গুপ্তচর বেলুন বলে দাবি করে দেশটি। তবে চীন জানায় এটি  আবহাওয়া সংক্রান্ত গবেষণায় ব্যবহৃত বেলুন। খারাপ আবহাওয়ার কারণে বেলুনটি তার কক্ষপথ থেকে বিচ্যুত হয়ে গেছে।  

এ নিয়ে দুই দেশের মধ্যে চলমান উত্তেজনার মধ্যেই মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর চীন সফর স্থগিত করা হলো।

তবে মার্কিন উর্ধতন এক কর্মকর্তার বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, এই মুহুর্তে চীন সফরে যাওয়ার মত পরিস্থিতি নেই। তবে শীঘ্রই এই সফরের জন্য আরেকটি সময় ঠিক করা হবে।

অন্যদিকে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এই ঘটনার জন্য দুঃখ প্রকাশ করে বলেছে, এই ঘটনা সমাধানে যুক্তরাষ্ট্রের সঙ্গে কাজ করবে বেইজিং।  

news24bd/আজিজ