মায়ের সঙ্গে ঝগড়ায় বাঁধা দেওয়ায় ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫ 

সংগৃহীত ছবি

মায়ের সঙ্গে ঝগড়ায় বাঁধা দেওয়ায় ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫ 

অনলাইন ডেস্ক

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে মা-ছেলের ঝগড়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এতে ১৫ জন আহত হয়েছেন। শুক্রবার (০৩ ফেব্রুয়ারি) বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার পানিশ্বর ইউনিয়নের মুন্সিবাড়ি ও সাইদুল্লাহর বাড়ির লোকজনের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, গত বুধবার দুপুরে পানিশ্বর ইউনিয়নের মুন্সিবাড়ির আলী আকবরের ছেলে সাদ্দাম হোসেন তার মায়ের সঙ্গে ঝগড়া করেছিল।

তখন মামাতো ভাই অলি আহমেদ বাধা দেন। এ নিয়ে দুজনের হাতাহাতি হয়। এ সময় অলির বড় ভাই জালাল আহমেদ ঝগড়া থামাতে দুজনকে চড়-থাপ্পড় দেন। এতে সাদ্দাম ক্ষুব্ধ হয়ে মামাতো ভাই জালালকে মারার জন্য ওই দিন সন্ধ্যায় লোহার রড নিয়ে রাস্তায় বসে থাকেন।
জালাল রাস্তা দিয়ে যাওয়ার সময় সাদ্দাম লোহার রড দিয়ে আঘাত করেন। আঘাতে জালাল আহত হন। বর্তমানে তিনি জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনাকে কেন্দ্র করে সাদ্দামের লোকজনের সঙ্গে জালালের লোকজনের দফায় দফায় সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের ১৫ জন আহত হন। খবর পেয়ে সন্ধ্যায় পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এ ঘটনায় কাউকে এখনও আটক করা হয়নি।

এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মোহাম্মদ শাখাওয়াত হোসেন বলেন, ‘মা-ছেলের দ্বন্দ্বকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। গ্রামের মাতবররা বিষয়টি উসকে দিয়েছেন। ফলে সংঘর্ষে ১৫ জন আহত হন। খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। ঘটনায় জড়িতদের ধরতে অভিযান চলছে। তবে এখনও কাউকে আটক করা হয়নি। ’

news24bd/আজিজ