‘পাঠান’ দিয়ে চার বছর পর বড় পর্দায় বলিউড বাদশাহ শাহরুখ খানের প্রত্যাবর্তন। দর্শক মহলে উত্তেজনার তাই কমতি নেই। ‘পাঠান’-এর বিশ্বজুড়ে ব্যবসা রীতিমতো সাড়া ফেলে দিয়েছে। শাহরুখ ভক্তরা আনন্দে আত্মহারা।
জানা গেছে ‘পাঠান’-এর এহেন সাফল্য বাণিজ্যিক মহলে কিং খানের চাহিদা বাড়িয়ে তুলেছে।
শোনা যাচ্ছে, বহু হিন্দি ও দক্ষিণী ছবির পরিচালক চিত্রনাট্য শোনাতে হাজির হয়েছেন ‘মন্নত’-এ। মায়ানগরীতে গুঞ্জন ‘যশরাজ ফিল্মস’ ‘ধুম ৪’-এর পরিকল্পনাও করে ফেলেছেন যে ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে নাকি দেখা যাবে শাহরুখকে। ২০২৩ সালের জুলাই মাসে মুক্তি পাবে শাহরুখ অভিনীত ছবি ‘জওয়ান’।
news24bd.tv/হারুন