মুম্বাইয়ে ফের জঙ্গি হামলার হুমকি, সতর্কতা জারি

সংগৃহীত ছবি

মুম্বাইয়ে ফের জঙ্গি হামলার হুমকি, সতর্কতা জারি

অনলাইন ডেস্ক

ভারতের বাণিজ্য নগরী মুম্বাইয়ে ফের হামলার হুমকি দিয়েছে জঙ্গিরা। বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) জঙ্গিরা হামলা সংক্রান্ত একটি ই-মেইল পাঠায় ভারতীয় গোয়েন্দা সংস্থা এনআইএ এর অফিসে।  

জি নিউজের খবরে বলা হয়, তালেবানের সঙ্গে যুক্ত এক ব্যক্তি এই হামলা চালাবে বলে ইমেল পাঠানো হয়েছে। এরপরই মুম্বাইসহ মহারাষ্ট্রের একাধিক শহরে জারি করা হয়েছে সতর্কতা।

এদিকে জঙ্গি হামলার হুমকির এ মেইল পাওয়ার পরই তদন্তে নেমেছে মুম্বাই পুলিশ ও এনআইএ।  

দেশটির পুলিশ জানায়, যে ইমেল আইডি থেকে হুমকির চিঠি পাঠানো হয়েছে তার প্রেরকের নামের জায়গায় লেখা রয়েছে ‘সিআইএ’। ইমেল প্রেরক ওই চিঠিতে দাবি করেছেন, শহরে খুব দ্রুতই হামলা চালাবে তালেবান। ইমেল প্রেরকের আইপি ঠিকানা খতিয়ে দেখেছে সাইবার সেল।

প্রাথমিকভাবে সাইবার সেল জানতে পেরেছে মেলটি পাকিস্তান থেকে পাঠানো হয়েছে।  

তবে পুলিশের সন্দেহ, আতঙ্ক সৃষ্টির জন্য কেউ ইচ্ছাকৃতভাবে এই ধরনের মেল পাঠিয়েছে। এর আগেও এমন হুমকির মেল একাধিক বার এসেছে।  

উল্লেখ্য, জানুয়ারি মাসে মুম্বাইয়ের ধীরুভাই আম্বানি ইন্টারন্যাশনাল স্কুলে একটি ফোনে জঙ্গি হামলার হুমকি আসে। এছাড়াও গত বছর অক্টোবরেও বিভিন্ন ফোনে মুম্বাইয়ে হামলার হুমকি আসে। ওই ফোনে বলা হয় মুম্বাইয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়াগায় বোমা রাখা রয়েছে। এর মধ্যে ইনফিনিটি মল, পিভিআর মাল্টিপ্লেক্স, সাহারা হোটেলে বোমা লুকানো রয়েছে।

প্রসঙ্গত, ২০০৮ সালে মুম্বাইয়ের তাজ হোটেল, সিএসটি স্টেশন, কামা হাসপাতাল, লিওপোল্ড কাফেসহ একাধিক জায়গায় জঙ্গি হামলার ঘটনা ঘটে। ওই হামলায় মৃত্যু হয় ১৬৬ জনের।

news24bd.tv/হারুন

এই রকম আরও টপিক