ইউক্রেনকে আরও ২২০ কোটি ডলারের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র

সংগৃহীত ছবি

ইউক্রেনকে আরও ২২০ কোটি ডলারের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক

আমেরিকা, ফ্রান্স এবং ইতালি ইউক্রেনে আরও অস্ত্র পাঠানোর ঘোষণা দিয়েছে। এরমধ্যে আমেরিকার হাইমার্স ক্ষেপণাস্ত্র এবং গ্রাউন্ড লঞ্চড স্মল ডায়ামিটার বোম্বস থাকবে।

শুক্রবার মার্কিন সেনা সদর দপ্তর পেন্টাগন ঘোষণা করেছে, তারা ইউক্রেনকে নতুন করে ২২০ কোটি ডলারের অস্ত্রের প্যাকেজ সরবরাহ করবে। এই প্যাকেজের মধ্যে রকেট প্রপেল চালিত বোমা থাকবে।

ইউক্রেনের সেনারা বর্তমানে এ ধরনের রকেট চালিত বোমা ব্যবহার করছে, তবে তার চেয়ে নতুন চালানের বোমার পাল্লা হবে দ্বিগুণ। পেন্টাগনের মুখপাত্র প্যাট রাইডার এই বোমা সম্পর্কে বলেছেন, নতুন চালানের বোমা পাওয়ার পরে ইউক্রেনের সেনাদের দূরবর্তী লক্ষ্যবস্তুতে হামলার সক্ষমতা বাড়বে। এই ধরনের বোমা দেড়শ’ কিলোমিটার দূরের লক্ষ্য প্রস্তুতে আঘাত হানতে পারে বলে তিনি জানান।

গত বছরের ফেব্রুয়ারি মাসে ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরুর পর থেকে এই পর্যন্ত আমেরিকা কিয়েভ সরকারকে ২৯০০ কোটি ডলারের অস্ত্র দিয়েছে।

এদিকে, গতকাল ফ্রান্সের প্রতিরক্ষা মন্ত্রণালয় ঘোষণা করেছে যে, ফ্রান্স এবং ইতালি ইউক্রেনকে ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র দিতে একমত হয়েছে। মধ্যমপাল্লার এই ক্ষেপণাস্ত্র ছুটে আসা ক্ষেপণাস্ত্র অথবা যুদ্ধবিমান কিংবা ড্রোন ধ্বংস করতে সক্ষম। রাশিয়া বারবার হুঁশিয়ারি দেয়া সত্ত্বেও আমেরিকা ও তার মিত্ররা এসব অস্ত্র দেয়ার কথা ঘোষণা করল।

রাশিয়া বলছে পশ্চিমাদের এ সমস্ত অস্ত্র ইউক্রেন যুদ্ধের কোন পরিবর্তন ঘটাতে পারবে না বরং যুদ্ধ দীর্ঘায়িত হবে। এছাড়া গত মাসে রাশিয়ার নিরাপত্তা পরিষদের সচিব নিকোলাই পাত্রুশেভ বলেছিলেন, ন্যাটোজোটের বিভিন্ন সদস্যের ইউক্রেন সংঘাতে জড়িত হওয়ার মধ্য দিয়ে প্রকৃতপক্ষে এই যুদ্ধ এখন মস্কো ও পশ্চিমা সামরিক জোটের মধ্যকার যুদ্ধে পরণত হয়েছে।

news24bd.tv/ইস্রাফিল