'সোনার বাটি-চামচে প্রথম ভাত খাবে রাজ্য'

পরীমনি

'সোনার বাটি-চামচে প্রথম ভাত খাবে রাজ্য'

অনলাইন ডেস্ক

ঢালিউড তারকা দম্পতি শরীফুল রাজ আর পরীমনি। দু'জনের সংসার ঘিরে যেন মেঘ-বৃষ্টির লুকোচুরি। কখনো মেঘে অন্ধকারাচ্ছন্ন আবার কখনো মেঘ ঝরে যেন বৃষ্টি নামে। তবে এই বৃষ্টি হলো সুখের বৃষ্টি।

কষ্ট, জমে থাকা শত রাগ-অভিমানের পর সুখের বৃষ্টি। কিছু দিন আগে পরীমনি আর শরীফুল রাজের বিচ্ছেদ নিয়ে সরগরম ছিল স্যোশাল মিডিয়া। স্বামীর বাড়ি ছেড়ে চলেও গিয়েছিলেন পরী। কিন্তু এখন আবার সব কিছু ঠিক হয়ে গেছে।
একমাত্র ছেলে রাজ্যের ছয় মাস পূর্ণ হবে আগামী ১০ ফেব্রুয়ারি। সেদিন সোনার বাটি আর চামচে করে প্রথম ভাত খাবে রাজ্য, জানালেন পরীমনি।  

১০ ফেব্রুয়ারি ওই দিনই রাজ্যের মুখে প্রথম ভাত তুলে দেওয়া হবে। দুইদিন আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বাটি আর চামচের ছবি পোস্ট করে পরীমনি লেখেন,'বাজানের মুখে ভাতের আয়োজন। '

তিনি আরও লেখেন, 'রাজ মিথ নিয়ে ফানটা খুব আরাম করেই করে। এসব ছেলের বাবার কাণ্ড। সুন্দর না?' সঙ্গে ইমোজিও জুড়ে দেন। এরপর পরী লেখেন, 'এসবে কেউ আদিখ্যেতা মনে করলে আমার কিন্তু ভালোই লাগবে। '

হহহ

এ ব্যাপারে এক গণমাধ্যমে পরীমনি আরও জানান, 'বিষয়টি এত গুরুত্বপূর্ণ নয়। বাসায় এসে সবাই বলেন, রাজ্য সোনার চামচ মুখে নিয়ে পৃথিবীতে এসেছে। হয়তো সবাই রাজ্যকে ভালোবাসে বলেই এভাবে বলেন। আমরা মজা করে এসব আয়োজন করেছি। ছয় মাস পূর্ণ হওয়ার দিন রাজ্যের মুখে এই চামচে ভাত তুলে দেব। আমি মনে করি, বাবা-মার রাজ্যে প্রতিটি সন্তানই রাজা। আমরা ভাগ্যবান, আমাদের ঘরে এত সুন্দর একটা রাজা পেয়েছি। '

পরীমনি আরও জানান, '১০ ফেব্রুয়ারি নিজ হাতে বাজার করবো, রান্না করবো। মা হিসেবে আমার জন্য বিশেষ দিন হবে এটি। নিজ হাতে রান্না করে ছেলের মুখে প্রথম ভাত তুলে দেব। একটু ভয়ও পাচ্ছি, ভাত তুলে দেওয়ার সময় ওর প্রতিক্রিয়া কী হয়, ভেবে। '   

news24bd.tv/রিমু