লাতিন আমেরিকার ওপর উড়ছে আরেকটি চীনা ‘গুপ্তচর বেলুন’: পেন্টাগন

সংগৃহীত ছবি

লাতিন আমেরিকার ওপর উড়ছে আরেকটি চীনা ‘গুপ্তচর বেলুন’: পেন্টাগন

অনলাইন ডেস্ক

যুক্তরাষ্ট্রের পর এবার লাতিন আমেরিকার ওপর আরেকটি চীনা ‘গুপ্তচর বেলুন’ দেখা গেছে বলে জনিয়েছে পেন্টাগন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনের চীন সফর স্থগিত করার ঘোষণার সময় এ তথ্য জানিয়েছেন পেন্টাগন মুখপাত্র প্যাট রাইডের।  

রাইডের বলেন, আমরা দেখছি লাতিন আমেরিকার ওপর দিয়ে আরেকটি বেলুন উড়ছে। একে চীনা নজরদারি বেলুন বলে মনে করছি।

তবে বেলুনটির অবস্থান সম্পর্কে কিছুই জানায়নি কর্তৃপক্ষ তবে মার্কিন এক কর্মকর্তার সিএনএনকে জানিয়েছেন, বেলুনটি যুক্তরাষ্ট্রের দিকে আসছে।  

শুক্রবার দক্ষিণ কোরিয়া থেকে ব্লিঙ্কেন বলেছেন, চীনের কূটনীতিক ওয়াং ইর সঙ্গে কথা হয়েছে তার। তিনি ওয়াংকে বলেছেন, চীনের নজরদারি বেলুন যুক্তরাষ্ট্রের আকাশ সীমায় প্রবেশকে আন্তর্জাতিক আইন ও দেশটির সার্বভৌমত্তের ওপর আঘাত বলে মনে করে পেন্টাগন।  তিনি ওয়াংকে আরও বলেন, পরিস্থিতি স্বাভাবিক হলে চীন সফরে যাবেন তিনি।

 

গণমাধ্যমকে ব্লিঙ্কেন বলেন, এখন প্রথম কাজ হলো এই বেলুনকে মার্কিন আকাশসীমা থেকে বের করা। আমরা সেইদিকেই মনোযোগ দিচ্ছি।

সূত্র: দ্যা গার্ডিয়ান।

news24bd/আজিজ