শিরোপার আরও কাছে ব্রাজিল

সংগৃহীত ছবি

শিরোপার আরও কাছে ব্রাজিল

অনলাইন ডেস্ক

৩০তম ‘অনূর্ধ্ব-২০ সাউথ আমেরিকা চ্যাম্পিয়নশিপের’ ফাইনাল রাউন্ডে টানা দ্বিতীয় জয়ের দেখা পেয়েছে টুর্নামেন্টের সর্বোচ্চ শিরোপাজয়ী দল ব্রাজিল। ইকুয়েডরের পর ভেনিজুয়েলাকে হারিয়ে ১২তম শিরোপার আরও কাছে নেইমার-ভিনিসিয়ুসদের উত্তরসূরীরা।   শনিবার (৪ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৪টায় কলম্বিয়ার মাঠ এস্তাদিও মেট্রোপলিটানোতে মুখোমুখি হয় ব্রাজিল-ভেনেজুয়ালা অনূর্ধ্ব-২০ দল। ম্যাচটিতে সেলেসাওরা জয় পায় ৩-০ গোলে।

 

ম্যাচের শুরু থেকেই ভেনিজুয়েলাকে চেপে ধরে ব্রাজিলের যুবারা। তবে প্রথমার্ধে ভেনিজুয়েলার জালে কোনো বল জড়াতে পারেনি তারা। ভেনিজুয়েলাও পারেনি ব্রাজিলের জালে বল জড়াতে। তবে দ্বিতীয়ার্ধের শুরু থেকেই জয়ের জন্য মরিয়া হয়ে ওঠে ব্রাজিল।

দ্বিতীয়ার্ধ শুরুর চতুর্থ মিনিটেই গোলের দেখা পায় ব্রাজিল। ম্যাচের ৪৯তম মিনিটে ভিটর রকের গোলে এগিয়ে যায় সেলেসাওরা। ৩৬ মিনিট পর দ্বিতীয়বার ভেনেজুয়েলার জালে বল জড়ায় ব্রাজিলের ফুটবলাররা। এবার গোলটি করেন পেদ্রো। ৫ মিনিট পর ৯০তম মিনিটে তৃতীয় গোল করে জয়ের ব্যবধান বাড়ান আন্দ্রে সান্তোস।  

এই জয়ে পয়েন্ট তালিকার শীর্ষস্থান আরও মজবুত করলো ব্রাজিল অনূর্ধ্ব-২০ দল। দুই ম্যাচ খেলে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে দলটি। উরুগুয়ে অনূর্ধ্ব-২০ দলও সমান সংখ্যক ম্যাচ খেলে দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে অবস্থান করছে। গোল ব্যবধানে এগিয়ে থাকায় ব্রাজিল শীর্ষে রয়েছে।  

এর আগে, ফাইনাল রাউন্ডের প্রথম ম্যাচে ব্রাজিল ৩-১ গোলে উড়িয়ে দিয়েছিল ইকুয়েডরকে। আর ভেনেজুয়েলা তাদের প্রথম ম্যাচে ড্র করেছিল প্যারাগুয়ের সঙ্গে।

উল্লেখ্য, টুর্নামেন্টটির নিয়ম অনুযায়ী গ্রুপ পর্ব থেকে ফাইনাল রাউন্ডে ওঠে আসা দলগুলো একে অপরের মুখোমুখি হবে। সেখানে পয়েন্ট টেবিলের শীর্ষ দু’দল হবে চ্যাম্পিয়ন ও রানার্সআপ। পয়েন্ট টেবিলের শীর্ষ চার দল সুযোগ পাবে ২০২৩ যুব ফুটবল বিশ্বকাপে অংশগ্রহণের সুযোগ।

news24bd.tv/আলী