ত্বকের যত্নে আলু-পেঁপে-শসা

প্রতীকী ছবি

ত্বকের যত্নে আলু-পেঁপে-শসা

অনলাইন ডেস্ক

ত্বকের যত্ন নিতে কত কিছুই তো ব্যবহার করলেন। ত্বকের মৃত কোষ দূর করার নানা উপায় রয়েছে। এবার ত্বকে ব্যবহার করুন আলু,পাকা পেঁপে আর শসা। মিলবে প্রকৃত উপকার।

তাহলে চলুন দেখে নেই আলু-পেঁপে-শসা কিভাবে ব্যবহার করলে মিলবে ফলালফল- 

আলু

দুপুরের খাবার থেকে সকালের নাস্তা, রান্নায় আলুর ভূমিকা অনবদ্য। ত্বকের যত্নেও পারদর্শী আলু। ঝিরি ঝিরি করে আলু কুচিয়ে তাতে অল্প লবণ আর হলুদ মাখিয়ে রাখুন। কিছুক্ষণ পর ভালো করে সেই আলুর কুচি মুখে ঘষে নিন।

মিনিট পাঁচেক ঘষতে থাকুন। তারপর ঠান্ডা পানি দিয়ে মুখ ধুয়ে নিন। ত্বক থেকে সরে যাবে মৃত কোষ।

পাকা পেঁপে

পাকা পেঁপে অনেক সময়েই রূপচর্চায় ব্যবহার করা হয়। পাকা পেঁপে সবচেয়ে কার্যকর ত্বকের মৃত কোষ তোলার ক্ষেত্রে। পেঁপে সেদ্ধ করে চটকে নিন। তারপর তা লাগিয়ে রাখুন মুখে। অন্তত দশ মিনিট রেখে দিন। একটু শুকিয়ে এলে ভালো করে ঘষে ঘষে মুখ ধুয়ে নিন।

শসা

শসা দিয়ে রূপচর্চা নতুন নয়। তবে ত্বকের মৃত কোষ তুলে দিতেও বেশ কার্যকর শসা। এক টুকরো শসা ভালোভাবে মুখে ঘষতে থাকতে পারেন। মিনিট পাঁচেক টানা তা করলেই বেশ কাজ হবে। আরও একটি কাজ করা যায় শসা আর টমেটো বেটে নিয়ে তা মুখে লাগিয়ে রাখতে পারেন। কিছুক্ষণ পর মিশ্রণটি মুখে শুকিয়ে গেলে ঘষে ঘষে তুলে ফেলুন। তারপর মুখ মুছে নিন একটি ভিজে টিস্যু দিয়ে। ত্বক হবে ঝকঝকে।

news24bd.tv/রিমু  

এই রকম আরও টপিক