ঢাকা মেডিকেলে স্বল্পমূল্যে ক্যান্সারের চিকিৎসা দেওয়া হয়

বিশ্ব ক্যান্সার দিবসের র‍্যালি

বিশ্ব ক্যান্সার দিবসে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত 

ঢাকা মেডিকেলে স্বল্পমূল্যে ক্যান্সারের চিকিৎসা দেওয়া হয়

অনলাইন ডেস্ক

আজ (৪ ফেব্রুয়ারি) বিশ্ব ক্যান্সার দিবস। বিশ্বের অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশেও দিবসটি উপলক্ষ্যে নেয়া হয়েছে নানা কর্মসূচি। দিবসটি উপলক্ষ্যে ‘দূর হোক ক্যান্সার চিকিৎসার সব অন্তরায়’ প্রতিপাদ্যকে ধারণ করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অনুষ্ঠিত হয়েছে সচেতনতামূলক র‍্যালি ও আলোচনা সভা।

সকালে প্রশাসনিক ব্লক থেকে পায়রা উড়িয়ে একটি র‍্যালি বের হয়ে বহির্বিভাগে শেষ হয়।

এ সময় উপস্থিত ছিলেন ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজমুল হক, ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো শফিকুল আলম চৌধুরী, উপাধ্যক্ষ অধ্যাপক ডা. আব্দুল হানিফ টাবলু, রেডিওথেরাপি বিভাগের প্রধান অধ্যাপক ডা. আলীয়া শাহনাজসহ অন্যান্য চিকিৎসক ও নার্সরা।

ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজমুল হক বলেন, ‘সরকারি পর্যায়ে বাংলাদেশে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সবচেয়ে আধুনিক রেডিওথেরাপি মেশিন রয়েছে। এখানে রোগীদের বিনা পয়সায় ছয়টি ওষুধ দেওয়া হয়; যার একেকটি ওষুধের মূল্য ৯ হাজার টাকা করে। এছাড়া সরকারের যে প্রোগ্রাম আছে ক্যান্সার রোগীদের ৫০ হাজার টাকা করে দেওয়ার, সেটির কাগজপত্রসহ আমরা রেডি করে দেই।

আমরা বলতে পারি, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের রেডিওলজি বিভাগ রোগীদের অন্য যে কোনো জায়গা থেকে ভালো চিকিৎসা সেবা দিয়ে থাকে। ’

তিনি আরও বলেন, ‘ক্যান্সার শুরু হওয়ার আগে সচেতনতা বৃদ্ধি করা উচিত এবং কারোর ক্যান্সার সনাক্ত হয়ে গেলে দ্রুত চিকিৎসা শুরু করা উচিত। তবে এক্ষেত্রে সময়মতো স্ক্রিনিং বা পরীক্ষা-নিরিক্ষা করা জরুরী। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ক্যান্সার চিকিৎসা দেওয়ার জন্য সব সময় প্রস্তুত। এখানে স্বল্পমূল্যে চিকিৎসা সেবা দেওয়া হয় তবে কিছুটা ভিড় থাকে যা মেনে নিতে হবে। তবে আমার ডে কেয়ারের সংখ্যা আরো বাড়াচ্ছি। আরো বেশি রোগীকে চিকিৎসা সেবা দিতে চাই। ’

রেডিওথেরাপির প্রধান অধ্যাপক ডা. আলীয়া শাহনাজ বলেন, ‘সারা পৃথিবীতে ক্যান্সারের চিকিৎসা একই। তবে শুরুতে সনাক্ত হলে চিকিৎসায় ক্যান্সার ভালো হয়। কিন্তু রোগীরা যখন অ্যাডভান্সড পর্যায়ে আসেন তখন চোখের পানি ফেলা ছাড়া কিছুই করার থাকে না। তিনি নারী ও বৃদ্ধদের প্রতি বিশেষ যত্নবান হবার আহবান জানান। ’

news24bd.tv/desk