পাকিস্তানে জঙ্গিগোষ্ঠীর দুই কমান্ডার নিহত

সংগৃহীত ছবি

পাকিস্তানে জঙ্গিগোষ্ঠীর দুই কমান্ডার নিহত

অনলাইন ডেস্ক

পাকিস্তানে একটি জঙ্গিগোষ্ঠীর দুই কমান্ডার মারা গেছেন। দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলে পুলিশের অভিযানে তারা মারা যান। শনিবার একজন স্থানীয় কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।

আঞ্চলিক পুলিশ কর্মকর্তা মুহাম্মদ আলী গন্ডাপুর বলেছেন, নিহত টিটিপি যোদ্ধারা পাঁচজন পুলিশ কর্মকর্তাকে হত্যা এবং নিরাপত্তাচৌকিতে হামলার সঙ্গে জড়িত ছিল।

এ দুই ব্যক্তির ওপর সরকার সাত হাজার ২৫৯ মার্কিন ডলারের পুরস্কারও ঘোষণা করেছিল।

এ ছাড়া সোয়াবি জেলার হুন্দ গ্রামে একই গোয়েন্দা অভিযানে পুলিশ চার যোদ্ধাকে গ্রেপ্তার করেছে। এ সময় তাদের কাছ থেকে গানপাউডার, হাতবোমা, ইলেকট্রনিক ডেটোনেটর এবং কালাশনিকভ রাইফেল উদ্ধার করা হয়।

প্রাদেশিক রাজধানী পেশোয়ারে পুলিশ ও সরকারি কম্পাউন্ডের ভেতরে একটি মসজিদে আত্মঘাতী বোমা হামলার কয়েক দিন পর এই অভিযান শুরু হয়।

ওই হামলায় ১০১ জন নিহত এবং কমপক্ষে ২২৫ জন আহত হয়েছে।

পাকিস্তানি তালেবান (টিটিপি) বিশেষ করে উত্তর-পশ্চিম খাইবারপাখতুনখাওয়া প্রদেশে সহিংসতা বৃদ্ধির পর জঙ্গিদের বিরুদ্ধে পাকিস্তান অভিযান বাড়িয়েছে। টিটিপি নভেম্বরে সরকারের সঙ্গে যুদ্ধবিরতি শেষ করে এবং যোদ্ধাদের সারা দেশে হামলা চালানোর নির্দেশ দেয়। সূত্র : এপি

news24bd.tv/কামরুল